বঙ্গোপসাগরে নিম্নচাপ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড় কি তাণ্ডব ঘটাবে বাংলায়? সব দুর্যোগ উইকেন্ডেই?। Depression in Bay of Bengal rain with thunderstorm in bengal Weather Update Bengal Weather Forecast


অয়ন ঘোষাল: এসে গেল আজ, মঙ্গলবারের বিকেলের আবহাওয়ায়-খবর। জানা গেল, বৃষ্টির সম্ভাবনা মরেনি। বরং বেড়েছে। কেন? কারণ, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ-এলাকা। 

জানা গিয়েছে, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ-এলাকা। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। আর পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। এটি ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।

এর জেরে আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিই হওয়ার কথা। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: Chinese Airfield In Bangladesh?: চিনা বিমানঘাঁটি ভারতের ঘাড়ের কাছে? জিনপিংকে ডেকে এনে মোদীর সঙ্গে শত্রুতায় লিপ্ত করাচ্ছেন ইউনূস? বাংলাদেশ কি…

আরও পড়ুন: Dire Wolf’s Return: প্রায় ১৩০০০ বছর পরে পৃথিবীতে ফিরল ভয়ংকর নেকড়ে! জিন মিললে তো এবার ডাইনোসরও ফিরবে? তখন?

উত্তরবঙ্গেও আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে আবার উপরের দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এখানেও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *