Travis Head: সুপারমার্কেটে মহিলার সঙ্গেই অজি তারকার…! ভাইরাল ভিডিয়ো আসতেই শুরু তুমুল বিতর্ক


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী হল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)! চলতি আইপিএলে (IPL 2025) এ কোন এসআরএইচ (SRH)! গত বছরের প্যাট কামিন্সের টিম রানার্স হয়েছিল। বাকি ৯ দলের কাছে আতঙ্কের আরেক নাম ছিস অরেঞ্জ আর্মি। অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্রাভিস হেডের (Travis Head) ‘ট্রাভিষেক’ জুটি প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, বেদম প্রহারে ভেঙেছেন একের পর এক রেকর্ড! সেই সানরাইজার্স এবার লিগ টেবলে সবার নীচে!

আরও পড়ুন: ২৪ বছরের স্টারকে ১৪ কোটি দিয়েছেন, না পেয়ে ‘অভুক্ত’ সুন্দরী মালকিন চরম হতাশ!

গত রবিবার গুজরাত টাইটান্সের কাছেও নিজেদের ঘরের মাঠে হেরে গেল সানরাইজার্স! তাও সাত উইকেটে, এই নিয়ে চলতি লিগে টানা চতুর্থ পরাজয়ের মুখোমুখি হল কাব্য মারানের ফ্র্যাঞ্চাইজি। এই ম্যাচের পরেই অজি নক্ষত্র হেডের একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি, এক সুপারমার্কেটে কেনাকাটা করতে গিয়েছেন। তাঁর হাতে শপিং বাস্কেট। আচমকাই এক মহিলা এসে হেডের কাছে সেলফির আবদার করেন। তবে হেড সেই মহিলাকে ফিরিয়ে দেন, হাত দেখিয়ে সাফ না বলে দেন। এরপর হেডকে কিছুটা ধাওয়া করেও কোনও লাভ হয়নি। 

এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক! কেউ প্রশ্ন তুলেছেন হেডের মানসিকতা নিয়ে, আবার কারোর মতে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত সময় কাটানোর সম্পূর্ণ অধিকার রয়েছে, সেখানে কোনও ফ্যানেরই উচিত নয় তাঁকে বিব্রত করা। ২০২৪ আইপিএলে হেড ১৫ ম্যাচে করেছিলেন ৫৬৭ রান। সেখানে চলতি আইপিএলে হেড ৫ ম্যাচে করেছেন মাত্র ১৪৮ রান। হেড যেন রান করতেই ভুলে গিয়েছেন। যা নিয়েও প্রচুর কথাবার্তা চলছে। ২০২৩ সালের নিলামে হেডকে  ৬ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নিয়েছিল এসআরএইচ। গতবার হেডের পারফরম্যান্স দেখে, কাব্য সেই টাকার পরিমাণ ১৪ কোটি করে দেন ও তাঁকে ধরে রাখেন। কিন্তু হেড এখনও জ্বলে উঠলেন না!

আরও পড়ুন: ১০৫৭ উইকেটের মালিক, ভারতীয় দলে তিন বছর ব্রাত্য ‘সুইং কিং’! লিখলেন আইপিএল ইতিহাস…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *