WATCH | Avani Lekhara: বিস্কুটের সঙ্গে জুড়ল দেশের ‘সোনার’ মেয়ে! অভিনব বিজ্ঞাপনে নেটপাড়ায় উঠল ঝড়…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবনী লেখারা একজন ভারতীয় প্যারালিম্পিয়ান রাইফেল শ্যুটার।

টোকিও ২০২০ গেমস এবং ২০২৪ প্যারিস গেমসে ১০ মিটার রাইফেল ইভেন্টে প্যারালিম্পিক্সে জোড়া স্বর্ণপদক এবং ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলে ব্রোঞ্জপদক  জিতেছিলেন।
খেল রত্ন পুরস্কার প্রাপ্ত অবনী ২০১৫ সালে অভিনব বিন্দ্রাকে দেখে খেলা শুরু করেন। বর্তমানে খেলাধুলার পাশাপাশি রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ওকালতি পড়ছেন তিনি। 

আরও পড়ুন: ফাইনালে এক্স-ফ্যাক্টর তাঁরা, এই ৫ মহানক্ষত্রের দিকে থাকবে নজর, চিনিয়ে দিল আইএসএল-ই
২০১২ সালে মাত্র ১১ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় তার মেরুদণ্ডে আঘাত লাগে এবং তার কোমর থেকে নিচের অংশ  সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। মন এবং স্বাস্থ্য ভালে রাখতে, তার বাবা তাকে তীরন্দাজিতে যোগ দেওয়ান। কিন্তু পরে তিনি শুটিংয়ে তার আসল আগ্রহ খুঁজে পেয়েছিলেন। 
সম্প্রতি ব্রিটানিয়া কোম্পানি, প্যারালিম্পিয়ান অবনীর আইকনিক শট দ্বারা অনুপ্রাণিত হয়। একটি সীমিত সংস্করণে ম্যারি গোল্ড বিস্কুটে তার শটের প্রতীকি ছবি তুলে ধরে। যাতে অবনীর ১০টি শটের গ্রুপিং দেখানো হয়।
অবনী লেখারার গল্পটি ‘কালকি প্রেজেন্টস: মাই ইন্ডিয়ান লাইফ’ -এ প্রদর্শিত হয়েছিল। যা বিবিসি ওয়ার্ল্ডে সম্প্রচার করা হয়।
অবনী ছাড়াও, টোকিও ২০২০ প্যারালিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ০১ (SH1) ইভেন্টে সোনা জিতেছিল মনীশ নারওয়াল। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *