SSC Case: মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও বিক্ষোভে চাকরিহারারা, জেলায় জেলায় ডিআই অফিসে তালা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রী জোর গলায় বলেছেন কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। চাকরিহারাদের জন্য আইনি লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আশ্বাসের পরও নিশ্চিন্ত হতে পারছেন না চাকরিহারারা। বুধবারও জেলায় জেলায় পথে চাকরিহারারা। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অন্যদিকে, শহিদ মিনারে এখনও জমায়েত রয়েছে চাকরিহারাদের।

গতকাল মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। আজ ঠিক বেলা বারোটায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত জেলায় জেলায় ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন যোগ্য চাকরিহারাদের মঞ্চ থেকে। রাজ্যের যে ১৯ হাজার চাকরিহারা নিজেদের যোগ্য বলে মনে করছেন তারা আন্দোলন থেকে এক পাও নড়তে রাজী নন।

দক্ষিণ ২৪ পরগনার ডিআই অফিস রয়েছে আলিপুরে। অন্যদিকে, কলকাতার ডিআই অফিস হল কসবায়। চাকরিহারাদের বিক্ষোভ ওই দুই জায়গা এখন আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ওইসব ডিআই অফিস ঘোরও করতে পারেন দুই থেকে আড়াই হাজার চাকরিহারা। অনেকে জেলা থেকে কলকাতায় আসছেন। যারা দক্ষিণ ২৪ পরগনার চাকরিহারা তার আজ অভিযান করছেন আলিপুরের ডিআই অফিসে।

আরও পড়ুন-ভয়ংকর! রাস্তায় এ কী? পথচলতি মানুষের গলা কাঠ, হাড়হিম…

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের উদ্দেশ্যে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আপনারা পড়াশোনা করুন, বাচ্চাদের মানুষ করুন। সার্ভিসে যান। ভলেন্টারি সার্ভিস করুন। কারণ আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে রায়ের ব্যাখ্যার জন্য। আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক।

আরও পড়ুন-চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, শুক্রবার থেকে প্রবল ঝড়বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা

মুখ্য়মন্ত্রী চাকরিহারাদের উদ্দেশ্যে অনেক কিছুই বলেছেন। কিন্তু আস্থা রাখতে পারছেন না চাকরিারারা। হুগলিতেও বিক্ষোভ দেখাতে চলেছেন চাকরিহারারা। এখনওপর্যন্ত যা জানা যাচ্ছে আজ বেলা বারোটায় জেলার চাকরিহারার হুগলি স্টেশনে জড়ো হবেন।  সেখান থেকে স্টেশন রোড ধরে তারা যাবেন ডিআই অফিসে। তারপরই ডিআই অফিসে তালা মারবেন তাঁরা। তাঁদের বক্তব্য় মুখ্যমন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতি তাঁরা মানছেন না। ডিআই অফিস থেকে সরকারিভাবে যদি লিখিত ভাবে তাঁদের জানানো হয় তাহলে তারা স্কুলে যোগ দেবেন। দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বহু শিক্ষক স্কুলে যোগ দেননি। তবে বেশকিছু স্কুলে তাঁরা গিয়েছেন, পড়িয়েওছেন। তারা আজ ডিআই অফিস যাচ্ছেন সেখানে তালা দিতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *