WATCH | Priyansh Arya-Priti Zinta: চব্বিশের তারকায় মজে প্রীতি, মালকিন দিয়েছেন প্রায় ৪ কোটি! এবার মাঠেই করলেন….


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

আইপিএল ২০২৫,এ মঙ্গলবার মুল্লানপুরে পঞ্জাব বনাম চেন্নাই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পঞ্জাব কিংসের হয়ে ৩৯ বলে সেঞ্চুরি করেন প্রিয়াংশ আর্য। 

Priyansh Arya

আরও পড়ুন: ইশ! একটুর জন্য… করে-লড়েও ইডেনে জেতা হল না কলকাতার

কে এই সিক্সার কিং প্রিয়াংশ আর্য?

আইপিএল ২০২৫ এর ২২ নম্বর ম্যাচে, পঞ্জাব কিংসের ১৪তম ব্যাটসম্যান হিসেবে মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি করে এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এর আগে কেএল রাহুল, হাশিম আমলা, বীরেন্দ্র সেহবাগ, পল ভালথাটি, শন মার্শ, ঋদ্ধিমান সাহা, মাহেলা জয়বর্ধনে, জনি বেয়ারস্টো, মায়াঙ্ক আগরওয়াল, অ্যাডাম গিলক্রিস্ট, ক্রিস গেইল, প্রভসিমরন সিং এবং ডেভিড মিলার পঞ্জাব কিংসের হয়ে  সেঞ্চুরি করেছিলেন। 

 April 8, 2025

আর্য ৩৯ বলে ফিফটি হাঁকিয়েছেন। যা আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম স্কোর। ট্র্যাভিস হেড, গত বছর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। ক্রিস গেইল ৩০ বলে এই রেকর্ডটি করেন। তার পরে আছেন ইউসুফ পাঠান, ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭ বলে এবং ডেভিড মিলার, ২০১৩ সালে আরসিবির বিপক্ষে ৩৮ বলে। 

আরও পড়ুন:  সুপারমার্কেটে মহিলার সঙ্গেই অজি তারকার…! ভাইরাল ভিডিয়ো আসতেই শুরু তুমুল বিতর্ক

গত বছর দিল্লি প্রিমিয়ার লিগে, অরুণ জেটলি স্টেডিয়ামে আয়ূষ বাদোনির নেতৃত্বে, এক ওভারে ছয়টি ছক্কা মেরে সংবাদের শিরোনামে ছিলেন প্রিয়াংশ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *