‘চাকরি ফেরত চাই’, এসএসসি ভবনের সামনে অনশনে আরও ২ শিক্ষক! 2 more jobless teacher starts hunger strike in front of SSC office in Saltlake


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। সল্টলেকে SSC ভবনের সামনে অনশনে বসলেন আরও ২ চাকরিহারা শিক্ষক। আগামীকাল, শুক্রবার বিকাশভবনে এসএসসির চেয়ারম্য়ানের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। বৈঠকে ডাকা হয়েছেন চাকরিহারাদেরও।

চাকরি চাইতে গিয়ে জুটল লাঠিপেঠা! কসবায় ডিআই অফিসে তখন বিক্ষোভ চলছে। গতকাল বুধবার চাকরিহারাদের উপরে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে। প্রতিবাদে রাতেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারাদের বেশ কয়েকজন। এরপর আজ, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় অনশন। অনশনে বসেছিলেন পঙ্কজ রায় নামে এক শিক্ষক। সন্ধেয় তাঁর সঙ্গে যোগ দিলেন সুমন বিশ্বাস ও প্রতাপ কুমার সাহা। সুমন নদিয়া  ম্যাচপোতা নাকাশীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আর প্রতাপ মালদহর করকচ মধুসূদন হাই স্কুলের।

সুমন বলেন,  ‘পুনরায় পরীক্ষা আমরা মানি না। বিদ্যালয়ে ভলেন্টিয়ার শিক্ষক হিসেবে যেতে ইচ্ছুক নই। আমরা আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি ফেরত চাই। কোন রাজনীতির আঙিনায় আমাদের রাঙানোর কেউ অপচেষ্টা করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে আমরা অনশনে বসলাম তাড়াতাড়ি নিখুঁত তালিকা প্রকাশ করে দিন, তা না হলে দেহে যতক্ষণ আছে প্রাণ এই অনশন প্রত্যাহার আমরা করব না’।

এর আগে, সকালে এসএসসি ভবনের সামনে দিয়ে চাকরিহারাদের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়, বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। অভিজিত্‍ বলেন, ‘অনেকবার আবেদন করলাম যে, অনশন করবেন না। অনশন করে কোনও সুরাহা হবে না। অবস্থান করুন, আমরা আমাদের পাশে আছি। চব্বিশ ঘণ্টার মধ্যে সবসময় আমরা আসব। আপনাদের সঙ্গে যোগাযোগ রাখব। আপনাদের পাশে থাকব’। 

এদিকে চাকরিহারাদের ‘মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখা’র আহ্বান জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তাঁরা সরকারি দফতর, ডিআই অফিস দখল করতে যাবেন কেন? ডিআই অফিস দখল করে, অরাজকতা করে নিজেদের কেসটাকে দূর্বল করছেন। মুখ্যমন্ত্রী যখন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছেন, এই লড়াইটা তাঁর। তিনি লড়বেন। তাঁর উপরে ভরসা রাখুন’।

আরও পড়ুন:  SSC Protest: কসবায় চাকরিহারাদের উপর কেন লাঠিচার্জ? অনুসন্ধান শুরু পুলিসের!

আরও পড়ুন:  para Teachers: ‘আমরা কেন বঞ্চিত থাকব’? চাকরি বাতিলের আবহে এবার আন্দোলনে পার্শ্বশিক্ষকরা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *