মাত্র ৬৪ বছর ১৮৪ দিন বয়সে T20I অভিষেক! রোনাল্ডোর দেশের নাগরিককে নিয়ে জোর চর্চা…


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দরকার তরুণদের তাজা রক্ত ​​এবং বিদ্যুত গতির রিফ্লেক্স, এই খেলার এটাই প্রাথমিক শর্ত! কথা হচ্ছে ক্রিকেটের টি-২০ সংস্করণ নিয়ে। তবে ৬৪ বছর ১৮৪ দিন বয়সে আন্তর্জাতিক টি-২০ অভিষেক করে বাইশ গজে তাক লাগিয়ে দিলেন জোয়ানা চাইল্ড (Joanna Child)! 

আলবার্গারিয়ায় নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন তিনি। তবে ইতিহাস বলছে, কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেককারী হিসেবে জোয়ানা থাকবেন দুয়ে। জিব্রাল্টারের স্যালি বার্টন, ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে মাইলস্টোন তৈরি করেছিলেন।

আরও পড়ুন: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে চেন্নাইয়ের, কেকেআর ম্যাচের আগেই নেতৃত্বে ফিরলেন থালা!

পর্তুগালের জাতীয় মহিলা দল নরওয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। পর্তুগিজরা ২-১ সিরিজ জিতেছে। জোয়ানা তিন ম্যাচেই অংশ নিয়েছিলেন। অভিষেকের  ম্যাচে ৮ বলে মাত্র ২ রান করে ফিরেছিলেন। অবশ্যই ব্যাট হাতে তাঁর স্বপ্নের শুরু ছিল না। বল হাতেও, তাঁর স্পেল ছিল মাত্র এক ওভারের।  তবে এখানে রান বা উইকেট নয়, ছিল নিখাদ অনুপ্রেরণার গর্জন।

সিনিয়র সিটিজেন হয়েও যাঁরা টি-২০ ক্রিকেটে অভিষেক করেছেন, সেই তালিকায় জোয়ানা-স্যালি ছাড়াও থাকবেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রিউ ব্রাউনলি (৬২ বছর, ১৪৫ দিন) এবং কেম্যানের ম্যালি মুর (৬২ বছর ২৫ দিন)।

জোয়ানার কেরিয়ারে আর কোনও প্রতিযোগিতামূলক রেকর্ড পাওয়া যায়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুপ্রেরণা নিয়ে বিস্তর চর্চা চলছে। যুগান্তকারী মাইলফলকের জন্য সবাই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

জোয়ানা আবারও বুঝিয়ে দিলেন যে, বয়স নিছকই সংখ্যা মাত্র। জোয়ানার মতো মানুষরাই বারবার দেখিয়ে দেন যে, ইচ্ছা থাকলে কী না হয়, তাঁরা শুধু খেলার নয়, জীবনের প্রতি ক্ষেত্রের জ্বলন্ত অনুপ্রেরণা। যাঁদের কথা শুনলেই হাত আপনা আপনিই কপালে উঠে যায় কুর্নিশ করার জন্য…

আরও পড়ুন: অলিম্পিক্সে ফিরল ক্রিকেট! কোন ফরম্যাটে ক’টি টিম খেলবে? সব তথ্য জানুন সবার আগে…

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *