চাকরি বাতিল বিতর্কে আশার আলো? ‘যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করতে আমাদের কোনও আপত্তি নেই’, চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। জানালেন, যোগ্য-অযোগ্য তালিকা আমাদের আছে। সিবিআইয়ের থেকে প্রাপ্ত তালিকা SSC-র হাতে আছে। কোনও অসুবিধা নেই. যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই’।
Updated By: Apr 11, 2025, 09:25 PM IST
