জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলের ১১ বছরের ইতিহাস বদলে কাপ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)|
২০১৫, ২০১৬, ২০১৭-১৮ আইএসএলে যথাক্রমে নিজেদের ঘরের মাঠে ফাইনাল খেলে হেরেছে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। মোহনবাগানও কিন্তু এই কাঁটায় বিদ্ধ হয়েছিল| ২০২৩-২৪ মরসুমে ঘরের মাঠে ফাইনালে হেরেছিল মোহনবাগান|
হোসে মোলিনা ও শুভাশিস বসুরা এবার কথা দিয়েছিলেন, যে অতীত ভুলে নতুন ইতিহাস লিখবেন তাঁরা| আর সেটাই করে দেখাল মোহনবাগান| ঘরের মাঠে ফাইনাল খেলেই আইএসএল কাপ জিতল তারা| মেগা ফাইনালে মোহনবাগান ২-১ গোলে বেঙ্গালুরুকে হারিয়ে চাম্পিয়ন হল| একই মরসুমে আইএএসএল লিগ শিল্ড ও কাপ জেতার ইতিহাসে মেরিনার্স শামিল হল মুম্বই সিটি এফসি-র সঙ্গে
এদিন প্ৰথমার্ধে মোহনবাগানের ফুটবলাররা যেভাবে পালা পালা করে গোলের সুযোগ নষ্ট করলেন, তাতে একবারও মনে হচ্ছিল না যে, মেরিনার্স ফাইনাল খেলছে| তার সঙ্গেই জুড়েছিল অজস্র পাস মিস| ওদিকে সুনীল ছেত্রী ও এডগার মেন্ডিজরাও গোলের সুযোগ নষ্ট করলেন| প্ৰথমার্ধের শুরুতে খেলার যে স্বাভাবিক গতি ছিল, সেটাও যেন হারিয়ে গিয়েছিল বিরতির বাঁশি বাজার আগে পর্যন্ত| চেনা মোহনবাগান খানিক অচেনা হয়েই মাঠ ছেড়েছিল!
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় যখন ৫৯ হাজারের কিছু বেশি দর্শক অপেক্ষা করছিলেন, তখনই ঘটে যায় অঘটন! ৪৯ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেয় মোহনবাগান! রায়ান উইলিয়ামসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন আলবার্তো রডরিগেজ!
আরও পড়ুন-আচমকাই বিরাট ধাক্কায় কাঁপল চ্যাম্পিয়ন টিম, আইপিএল থেকে ছিটকে গেলেন ‘সুপারম্যান’
এক গোলে এগিয়ে যাওয়া মোহনবাগান সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল| ৭১ মিনিটে বেঙ্গালুরুর ডিফেন্ডার চিংলেনসানা সিং বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন! রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে, জেসন কামিংস শট নেন, অনবদ্য প্লেসমেন্টে গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ করেন|
আরও পড়ুন-আচমকাই ভয়ংকর ধুলোর ঝড়! সতীর্থদের বাঁচিয়ে ত্রাতা রোহিত, আলোর বেগে ভাইরাল ভিডিয়ো
নির্ধারিত সময় পর্যন্ত এদিন খেলা অমীমাংসিত থাকায়, খেতাবি লড়াই গড়ায় এক্সট্রা টাইমে| ৯৫ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের পাস থেকে জেমি ম্যাকলারেন শুধু বল
প্লেসমেন্টে করে গ্যালারিকে সেলিব্রেশনে মাতিয়ে দেন| গুরপ্রীত পায়ের পাস দিয়ে বল গলিয়ে দিলেন, গুরপ্রীতের কিপিং দেখে মনে হয়নি তিনি দেশের অন্যতম সেরা গোলকিপারদেরই একজন| এই গোলের পর এক্সট্রা টাইমের তিরিশ মিনিটের ভিতর আর স্কোরলাইনে পরিবর্তন আসেনি| ২০২২-২৩ মরসুমের পর ফের একবার আইএসএল কাপ মোহনবাগানের|
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)