Abhishek Bandyopadhyay on Supreme Verdict: ‘অযোগ্য লোক শ্রীঘরে যাক! বাকিদের চাকরি আপনি কেড়ে নিতে পারেন না…’


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই একটি প্রশ্ম ঘুরপাক খাচ্ছিল, আদালতের রায়ের পর ২৬০০০ চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ। তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীই এই নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু এতদিন অভিষেকের নীরবতা সকলকে অবাক করেছিল। অবশেষে আজ সে নীরবতায় জল ঢাললেন তিনি নিজেই। 

খড়দহের এক সভায় শনিবার তৃণমূলের সর্বসাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন- ‘সুপ্রিম কোর্টকে সম্মান করি, মর্যাদা জানাই। বিশ্বাস করি সুপ্রিম কোর্ট মাথা নত করেনি। বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোন রায় পছন্দ না হলে জাজমেন্টকে ক্রিটিসাইজ করার অধিকার আইনেই রয়েছে।

আরও পড়ুন:  পরকীয়ার টানে বিবাহিত প্রেয়সীর বাথরুমে যুবক! রাতভর সেখানেই… তারপর…

ভারতীয় জনতা পার্টির, রাজ্যের মানুষের প্রতি বৈমাত্রিকসুলভ মানসিকতার প্রতিফলন এই রায়ে দেখতে পেয়েছি। কিছু অযোগ্য লোকের জন্য ২৬ হাজার লোকের চাকরি কেড়ে নিতে পারেন না। পাঁচজনের ভুলের শাস্তি আপনি ৫ হাজার লোককে দেবেন? ১০০০ জনের জন্য ১৭ লক্ষ মানুষকে আবাসে শাস্তি দেবেন?’

আরও পড়ুন: বায়নাবাজ প্রেমিকা! বিরক্ত প্রেমিক ব্রেকাপের পরই ৩০০ গিফট পাঠালেন ঠিকানায়, তবে…

সুপ্রিম কোর্ট বা বিচারব্যবস্থা নিরপেক্ষ মনে করি। তবে এই রায় দেখে মনে হচ্ছে বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণের প্রতিফলন দেখতে পাচ্ছি। অযোগ্য লোক চাকরি পেলে ব্যবস্থা হোক। শ্রীঘরে যাক। চাকরি যাক। তার জন্য আপনি বাকিদের চাকরি কেড়ে নিতে পারেন না। এখানে আমি বিজেপির ধারাবাহিকতা দেখছি। ৫ জনের ভুলের শাস্তি আপনি ৫০০০ জনকে দেবেন? 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *