জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ ম্যাচের মধ্যে শেষ ৪ ম্যাচ জিতে এখন আইপিএল (IPL 2025) পয়েন্ট টেবলের মগডালে শুভমন গিলের গুজরাত টাইটান্স (Gujarat Titan)। ২০২২ সালের চ্যাম্পিয়ন টিম আচমকাই বিরাট ধাক্কায় কেঁপে গেল! শনিবার, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগেই (LSG vs GT, IPL 2025) শুভমনদের রক্তচাপ বেড়ে গেল। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার (Kagiso Rabada) পর এবার নিউ জ়িল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপস (Glenn Phillips) বাকি মরসুমের জন্য ছিটকে গেলেন!
আরও পড়ুন: ফাইনালে স্কোর কী হবে? গোলের ব্যবধানও জানেন জারাগোজা-মোলিনা! শুনলে চমকে যাবেন…
রাবাদা পারিবারিক কারণে আইপিএল ছেড়েছিলেন মাঝপথে। আর এবার কুঁচকির চোট নিয়ে দেশে ফিরতে হচ্ছে ‘ফ্লাইং ফিলিপস’কে! ২৮ বছরের ক্রিকেটার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুজরাতের ম্যাচে পরিবর্ত হিসেবে, ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তাঁর লেগে গিয়েছিল। চলতি মরসুমে গুজরাতের জার্সিতে এই প্রথমবার ফিলিপস খেলছেন। কিন্তু শুভমনদের সঙ্গে তাঁর যাত্রা দীর্ঘায়িত হল না। ফিলিপসের পরিবর্তে গুজরাতের কাছে এখন তিন বিকল্প রয়েছে। মাইকেল ব্রেসওয়েল, ডেওয়াল্ড ব্রেভিস এবং সিকান্দর রাজার কথা ভাবতে পারে গুজরাত।
ফিলিপস বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ভক্তদের মুগ্ধ করে আসছেন। ব্যাটে হোক বা বলে কিংবা অবিশ্বাস্য ফিল্ডিংয়ে। কিউয়ি স্টার নিজেকে আধুনিক ক্রিকেটের অন্যতম চর্চিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নাম হয়েছিল ‘সুপারম্যান’। মহম্মদ রিজওয়ান ও বিরাট কোহলিকে ফেরাতে যে ক্যাচ ধরেছিলেন ফিলিপস, তা অনেকর চোখই বিশ্বাস করতে পারেনি। রাজস্থান ও হায়দরাবাদ মাতিয়ে ফিলিপস এবার গুজরাতে এসেছেন। তাঁকে ২ কোটি টাকায় দলে নিয়েছে গুজরাত।
আরও পড়ুন: মাত্র ৬৪ বছর ১৮৪ দিন বয়সে T20I অভিষেক! রোনাল্ডোর দেশের নাগরিককে নিয়ে জোর চর্চা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)