জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ দল নেমেছিল খেতাবি লড়াইয়ে, এখন টিকে রয়েছে স্রেফ ২ দল! আর এবার ২ থেকে ১ হওয়ার পালা। আইএসএল ২০২৪-২০২৫ (ISL 2024-2025) মরসুম পেয়ে যাবে চ্যাম্পিয়ন দলকে। শনিবার, আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল (ISL Final)।
আরও পড়ুন: ‘থামিয়ে দেব’, জারাগোজা যেন আহমেদাবাদের কামিন্স, বাড়তি মোটিভেশন দরকার নেই মোলিনার!
মুখোমুখি এবারের লিগ-শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি (Mohun Bagan Super Giant vs Bengaluru FC)। ২০২২-২৩ মরসুমের পর ফের একবার আইএসএল কাপ জয়ের হাতছানি মেরিনার্সের সামনে। ওদিকে ২০১৮-১৯ মরসুমের পর বেঙ্গালুরুর সামনে খেতাব জয়ের সুযোগ।
ফাইনালে টিকিটের বিরাট চাহিদা। ফলে অনেকেই চেয়েও টিকিট কাটতে পারেননি। আপনিও যদি সেই তালিকায় থাকেন, মন খারাপ করবেন না। আরামে মোবাইলেই দেখুন মহাসংগ্রাম। এই প্রতিবেদনে রইল কোথায় কীভাবে দেখবেন আইএসএল ফাইনাল?
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ কখন অনুষ্ঠিত হবে?
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ ম্যাচ শনিবার, আজ ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ কখন শুরু হবে?
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ সন্ধ্যা ৭:৩০ টায় শুরু।
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ টিভিতে কারা সম্প্রচার করবে?
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ টিভিতে সম্প্রচার করবে Star Sports 3 ও Star Sports 2
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
মোহনবাগান বনাম বেঙ্গালুরুর আইএসএল ফাইনাল JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে
আরও পডুন: ‘দেখুন আমাদের মধ্যে…’ সমাজমাধ্যমে ‘বিশাল’ বিতর্কিত পোস্ট! মুখ খুললেন গুরুপ্রীত
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)