‘পরিস্থিতি মোকাবিলায় পুলিস-প্রশাসন ব্যর্থ’, বলছেন খোদ তৃণমূল বিধায়কই! TMC MLA Humayun Kabir reacts on Waqf Protest in Murshidabad


 ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নি সংযোগ, ভাঙচুর!
‘পরিস্থিতি মোকাবিলা ব্যর্থ পুলিস-প্রশাসন’,  বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর মতে, ‘প্রথমদিকে যে ঢিলেমিটা ছিল, তারজন্য কিন্তু এটা বেড়েছে’। 

মুর্শিদাবাদেরই ভরতপুরের বিধায়ক হুমায়নু। তিনি বলেন, ‘পুলিসের ভূমিকা যা ছিল, আরও সক্রিয়তা বাড়াতে হবে। প্রথমদিকে যে ঢিলেমিটা ছিল, তারজন্য কিন্তু এটা বেড়েছে।  প্রথমদিনের ঘটনায় পুলিস যদি সেভাবে করত, জনপ্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক করত। এখনও এর আসল সমাধান ওই নেট বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে আরও কৌতুহল তৈরি করলে, হবে না। লোকাল যে জায়গায় সমস্য়া, তার ভিতরে ঢুকত, তাহলে আজকে বিএসএফকে তলব করার দরকার হত না’।

এদিকে শুভেন্দু অধিকারীর আবেদন সাড়া দিয়ে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট। হুমায়ুন বলেন, ‘শুভেন্দু অধিকারী ঘোলা জলে মাছ ধরছে, কলকাতায় বসে মেল করে কলকাতা হাইকোর্টকে। তাঁর কথায় গুরুত্ব দিয়ে ছুটির দিনে সন্ধ্যায়বেলায় ডিভিশন বেঞ্চের ২ বিচারপতি শুনানি দিয়ে দিল। এমন কেন ঘটনা ঘটেছে, বিচারপতিরা বলে দিলেন, ওখানে বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় বহিনী রুটমার্চ করবে। এই সুযোগটা দেওয়া হল কেন?’

তৃণমূল বিধায়কের আরও বক্তব্য, ‘বিরোধী নেতা গত এক বছর ধরে যে ধরণের উচ্চশৃঙ্ঘল কথাবার্তা বলছেন, সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, মুসলিমবিরোধী কথা বলছেন, দাঙ্গা লাগাতে উত্‍সাহিত করছেন, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত হয়নি। অথচ কোর্টে শনিবার দুপুরে বেলা মেল করে, সন্ধেবেলায় তাঁর কথাকে গুরুত্ব দিয়ে সন্ধেবেলায় ডিভিশন বেঞ্চে শুনানি করে দিল। তাঁর পক্ষে অর্ডার হল ।বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মূল হোতা বিরোধী দলনেতা’।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, ‘ব্যর্থতার দায় তাঁরও। তিনি ভাগীরথে জলে হিন্দুদের কেটে ভাসানোর নিদান দিয়েছিলেন।  তার পরিণতিতে আজকে ধূলিয়ান, সামসেরগঞ্জ, সুতি, ফরাক্কার এই পরিস্থিতি। হুমায়ুন কবীররা পিঠ বাঁচাতে পারবেন না’। আর পুলিস? জগন্নাথ বলেন,  ‘পশ্চিমবঙ্গে পুলিসকে আমরা পুলিস বলে মনেই করি না। চটিচাটা তন্ত্র। অশোক স্তম্ভ খুলে নিয়ে তৃণমূল জোড়া ফুল ছাপ নিয়ে নেওয়া উচিত। যতক্ষণ না বিএসএফ রাস্তায় নেমেছে, রাজ্য পুলিসের ডিজিও এলাকা ঢুকতে পারেননি’।

আরও পড়ুন:  Waqf Protest | Arjun Singh: ‘বিহার, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে….’, বিতর্কে অর্জুন সিং!

আরও পড়ুন:  Kolaghat Thermal Power Station: বিকট শব্দ, চোখের সামনে ভেঙে পড়ল কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্রের ২ চিমনি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *