বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টিও! রবি থেকেই বঙ্গে ঘোর দুর্যোগ, নববর্ষেও কি…।Kalbaisakhi cyclonic systems heavy to light rain storm with lightning thunderstorm hailstorm


অয়ন ঘোষাল: এসে গেল আজ, রবিবারের সকালের আবহাওয়া। জানা গেল, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি আজ ও আগামীকাল। পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

সিস্টেম
 
উত্তর-বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। আসাম-সংলগ্ন এলাকায় আরও এক ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ-সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ১৬ এপ্রিল নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আসাম থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা যেটি ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও এক অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।

দক্ষিণবঙ্গ
 
রবিবারে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা তিন জেলায়। সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে তিন জেলায়– পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলা বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

সোমবার ঝড়ের পরিমাণ কিছুটা কমতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া– এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

মঙ্গলবারে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।

বুধবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। ঝড়ের সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি দু-এক পশলা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

আরও পড়ুন: Horoscope Today: কর্কটের প্রেম, সিংহের আত্মশক্তি, মীনের চ্যালেঞ্জ! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…

আরও পড়ুন: Jio New Plan: মাত্র ১০১ টাকায় হাতে স্বর্গ! Jio আনছে স্বপ্নের প্ল্যান! ডেটা শেষ হওয়ার বিষয়টাই এবার অতীত হতে চলেছে…

উত্তরবঙ্গ

রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা– সব জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

সোমবার ও মঙ্গলবারে ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে।  উপরের দিকের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

বুধবারে ফের ঝড়বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। দার্জিলিং থেকে মালদা– সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে।

কলকাতা
 
আজ ও কাল ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।
 
কলকাতার তাপমান

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৮ শতাংশ। 

ভিনরাজ্য 

ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসাম মেঘালয়ে। আসাম মেঘালয় মধ্যপ্রদেশ বিহার ঝাড়খন্ডেও বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আবহাওয়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ছত্তীসগঢ় ঝাড়খন্ড সিকিম বিহার কেরল মাহে মধ্যপ্রদেশ তেলেঙ্গানা কর্নাটকে। গরম অস্বস্তিকর আবহাওয়া অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *