Explained | ISL Final: আইএসএলের ফাইনালে ম্যাচ দেখতে এসে আহত বেঙ্গালুরু এফসির কর্ণধার জিন্দাল! কী এমন ঘটল স্টেডিয়ামে?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজি ফাটানোর শিকার হলেন বেঙ্গালুরু এফসির মালিক পার্থ জিন্দাল।

Parth Jindal hit by firecracker

গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান (Mohun Bagan SG) বনাম বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) ম্যাচ দেখতে কলকাতা এসেছিলেন জেএসডব্লিউর (JSW) কর্ণধার পার্থ জিন্দাল। আর সেখানেই ঘটল বিপদ। আইএসএল ফাইনালে (ISL) মোহনবাগানের বিরুদ্ধে তার দলকে সমর্থন করতে এসেছিলেন পার্থ জিন্দাল। এই সময়ে আতশবাজির আঘাত তাঁর।

সল্টলেক স্টেডিয়ামের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। পার্থ জিন্দাল বহু বছর ধরে বেঙ্গালুরু এফসি ম্যাচগুলিতে নিয়মিত ছিলেন এবং মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে দলের ফাইনালে সল্টলেকে উপস্থিত ছিলেন। ম্যাচে, বেঙ্গালুরু অতিরিক্ত সময়ে মোহনবাগানের কাছে ২-১ গোলে হেরে যায়, যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাওয়ে দল এগিয়ে ছিল। 

আরও পড়ুন: সবুজ-মেরুন ইতিহাস লিখে আইএসএল দ্বিমুকুট মোহনবাগানের মাথায়

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, ৪৯তম মিনিটে মোহনবাগানের আলবার্তো রদ্রিগেজ অসাবধানতাবশত বল নিজের জালে ঢুকিয়ে দিলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়। ৭২তম মিনিটে জেসন কামিংস শান্তভাবে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় মেরিনার্সের।
৯০ মিনিটের খেলা শেষে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। মাত্র ছয় মিনিটের মাথায় জেমি ম্যাকলারেন গোল করেন। এবং স্টেডিয়ামে উপস্থিত মোহনবাগান সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন।
তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএল কাপ জিতে নেয়। ফাইনালের জয়ের ফলে মৌসুমের শুরুতে তারা লিগ উইনার্স শিল্ড অর্জন করেছিল। 

আরও পড়ুন: আচমকাই ভয়ংকর ধুলোর ঝড়! সতীর্থদের বাঁচিয়ে ত্রাতা রোহিত, আলোর বেগে ভাইরাল ভিডিয়ো

ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ চলাকালীন টুইট করে, হতাশা প্রকাশ করেছেন,- ‘আমি যখন আমার বেঙ্গালুরু এফসির ছেলেদের উত্‍সাহ দিচ্ছিলাম, তখন স্টেডিয়ামে আতশবাজিতে আমি আহত হয়েছি। কলকাতায় আইএসএল ফাইনালে আমরা কি এই ধরণের নিরাপত্তা আশা করতে পারি?’

মোহনবাগান আইএসএল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে একই মরশুমে লিগ উইনার্স শিল্ড এবং আইএসএল কাপ উভয় জয় করল। মুম্বই সিটি এফসি ২০২০-২১ মৌসুমে সর্বপ্রথম এই কৃতিত্ব অর্জন করেছিল।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *