Waqf Protest | Arjun Singh: ‘বিহার, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে….’, বিতর্কে অর্জুন সিং! BJP Leader Arjun Singh reacts on Waqf Protest in Malda and Murshidabad


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নি সংযোগ, ভাঙচুর!যেদিন ‘বিহার আর ঝাড়খণ্ড থেকে লোকদের নিয়ে ওখানে আমরা ঢুকব,  একদিনে ঠাণ্ডা করে দেব মুর্শিদাবাদ, মালদাকে’, বিতর্কে বিজেপি নেতা অর্জুন সিং।

সুতি, সামসেরগঞ্জ। সঙ্গে ধূলিয়ানও। ওয়াকফ আইনের প্রতিবাদের অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়। সাধারণ মানুষে যখন ‘ধর্মের ধর্মের নামে অশান্তি’ না ছড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তখন পাল্টা সুর চড়াচ্ছে বিরোধীরাও।  বস্তুত, শুভেন্দু অধিকারীর আবেদন সাড়়া দিয়ে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই পরিস্থিতিতে বিজেপি নেতা অর্জুন সিংয়ে মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক।

তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের পাল্টা দাবি, ঠিকই বলেছেন। কথাটা শুধু ঠাণ্ডার বদলে গরম হবে। বিহার, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডের লোক ঢুকিয়ে গরম করছেন। ঝাড়খণ্ড খুব একটা ঢোকাতে পারছেন না, কারণ সেখানে এখন তাদের সরকার নেই। কিন্তু বিহার, উত্তরপ্রদেশ থেকে ক্রমাগত লোক ঢোকাচ্ছেন। বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে যত মিটিং মিছিল করেন, আপনাদের লোক কত থাকে! পুরুলিয়াতে, বীরভূমের একটা অংশে যখন মিটিং হয়, ঝাড়খণ্ড থেকে গাড়ি করে লোক নিয়ে আসেন। এটা পরিকল্পিত। গোটা পশ্চিমবঙ্গে একইদিনে আট-দশটা একই প্য়াটার্নে অশান্তি! পরিকল্পিত না হলে হতে পারে না’।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা(AFSPA) জারি করার আবেদন জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাত। তাঁর মতে, ‘মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হিন্দুদের জীবন বিপন্ন। অনেকেই বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছেন’।  সঙ্গে হুঁশিয়ারি, ‘বিজেপি যতদিন এখানে রয়েছে ততদিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে দেব না। দিদিকে এখান থেকে বিদায় নিতেই হবে’।

আরও পড়ুন:  Howrah Murder: হাওড়ায় ত্রিকোণ প্রেমের ‘বলি’ কিশোর! ডেকে নিয়ে গিয়ে…

আরও পড়ুন:  Raiganj: মধ্যরাতে বাড়ির চাল উড়ে গিয়ে পড়ল গাছে, ভয়ংকর ঝড়ে তছনছ গোটা গ্রাম

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *