হাওড়ায় ত্রিকোণ প্রেমের ‘বলি’ কিশোর! ডেকে নিয়ে গিয়ে…Minor boy reportedly murdered over love triangle in Howrah


দেবব্রত ঘোষ: ত্রিকোণ প্রেমের জের? এক কিশোরের হাতে খুন আরেক এক কিশোর! সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। তবে মূল অভিযুক্ত এখনও ফেরার। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়।

পুলিস সূত্রে খবর, মৃত কিশোরের বাড়ি লিলুয়ারই জগদীশপুরে। বছর খানেক আগে প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। কিন্তু ওই কিশোরীর সঙ্গে আবার অন্য এক কিশোরের সম্পর্ক ছিল। হাওড়ার গোলাবাড়ি থানার ফকির বাগান এলাকার বাসিন্দা সে। নতুন এই সম্পর্ক ঘিরে দুই কিশোরের মধ্যে ঝামেলা চলছিল। 

অভিযোগ, শুক্রবার জগদীশপুরের বাসিন্দা কিশোরকে লিলুয়া রেলব্রিজের কাছে ফাঁকা জায়গায় ডেকে পাঠায় গোলবাড়ি থানার এলাকার বাসিন্দা কিশোর। এরপর ওই কিশোরের উপর সদবদলে চড়াও সে।  বাঁশ দিয়ে বেধড়র মারধর করা হয় জগদীশপুরের কিশোরকে। শেষে রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল, শনিবার মৃ্ত্যু হয় আক্রান্ত কিশোরের। এলাকায় শোকের ছায়া।

ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিস। স্রেফ ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা নাকি নেপথ্যে অন্য কোন কারণ? 

আরও পড়ুন:  Raiganj: মধ্যরাতে বাড়ির চাল উড়ে গিয়ে পড়ল গাছে, ভয়ংকর ঝড়ে তছনছ গোটা গ্রাম

আরও পড়ুন:  Gajon Sannyasi Accident: চড়কসন্ন্যাসী হয়েছিল নবমশ্রেণির পড়ুয়া! গাজনের ‘ঝাঁপ’ থেকে হঠাৎই নীচে পড়ে গেল সে…উফ্…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *