আন্দোলনের ঢেউ এবার দিল্লিতে, যন্তরমন্তরে ধরনা চাকরিহারাদের| Jobless teachers in West Bengal to stage sit in protest at Jantar Mantar


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টের এক ধাক্কায় চাকরি হারিয়েছেন রাজ্যে ২৬ হাজার জন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন কারও চাকরি যাবে না। কিন্তু কীভাবে? উত্তর খুঁজছেন চাকরিহারারা। কে যোগ্য, আর কে অযোগ্য তা তফাত করতে পারেনি আদালত। ফলে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে। এনিয়ে প্রতিবাদ আন্দেলনে নেমেছেন চাকরিহারারা। এবার তাদের আন্দোলনকে দিল্লিতে নিয়ে যাচ্ছেন তাঁরা।

আগামী ১৬ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধরনা আন্দোলন করবেন চাকরিহারাদের একাংশ। যোগ্য শিক্ষক ও শিক্ষিকা মঞ্চের তরফে আজ প্রায় ৫০ জন চাকরিহারা বাসে চড়ে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। তারা দিল্লির যন্তরমন্তরে গিয়ে ধরনা দেবেন, বিক্ষোভ প্রদর্শন করবেন যাতে গোটা দেশ তা জানতে পারে।

আরও পড়ুন-নজরে ছাব্বিশ, চলতি মাসেই বাংলায় মোদী!

চাকরিহারাদের বক্তব্য, গতকাল এসএসসির তরফ থেকে একটি মেইল করে যোগ্য ও অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদে জমা পড়া তালিকায় তাঁরা এখনও আশ্বস্ত নন। দিল্লির যাওয়ার পাশাপাশি ধর্মতলাতেও তাদের অবস্থান চলবে।

আরও পড়ুন-অবশেষে জালে, বেলজিয়ামে গ্রেফতার PNB কেলেঙ্কারিতে পলাতক মেহুল চোকসি

এদিকে, আন্দোলনের পাশাপাশি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষকদের ন্যায় বিচার দিতে হবে ব্যাজ পরে কাজ করার আবেদন করা হয়েছে। জেলা জেলায় গণসাক্ষর কর্মসূচি, পথসভা ও মিছিল করা হবে। গণসাক্ষর নিয়ে শিয়ালদহ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করা হবে। ১-৭ মে রিলে অনশন কর্মসূচি নেওয়া হবে। ৮ মে থেকে আমরণ কর্মসূচি শুরু হবে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *