‘কেন্দ্রের কোনও ভূমিকা নেই!’, মুর্শিদাবাদে অশান্তিতে এবার সরব কার্তিক মহারাজ…Kartick Maharaj reacts on Waqf Protest in Murshidabad


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুর্শিদাবাদে অশান্তিতে এবার আসরে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করতে চান তিনি। শুধু তাই নয়, চিঠিও দিয়েছেন শাহকে। 

কার্তিক মহারাজ বলেন, ‘আমরা দেখছি, চিঠি পাঠিয়েছি। ইচ্ছা আছে, অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে। রাজনৈতিকভাবে যা করছে, করছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি দেখা করব।  রাজ্যে কী যন্ত্রণায় আমরা আছি, তা বলতে চাই’। তাঁর প্রশ্ন, ‘পুলিসের গাড়ি, সরকারি সম্পত্তি, বিডিও অফিস পুড়িয়ে দিচ্ছে। বাস পুড়িয়ে দিচ্ছে। দিল্লি ওখানে বসে রয়েছে! কেন্দ্রের কোনও ভূমিকা নেই! রাজ্যপালের কোনও ভূমিকা নেই’!

এদিকে মুর্শিদাবাদে অশান্তি স্রেফ NIA তদন্ত নয়, রাজ্যে ফের রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, ‘এই চিটিংবাজগুলি যেদিন জঙ্গিপুরে আগুন লাগে, সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। আমরা চাই, NIA দ্রুত তদন্তভার নিক’। শুভেন্দুর মতে, ‘রাষ্ট্রপতি শাসনে যদি নির্বাচন কমিশন ভোট না করে, তাহলে ক্য়ানি, গোসাবা, বাসন্তী, মিনাখাঁ, হাড়োয়া যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম, সেখানে হিন্দুদের এই জেহাদিরা ভোট দিতে দেবে না’।

তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ,  ‘শুভেন্দু অধিকারী যত এরকম কথা বলে, আমাদের জন্য ভালো। তিনি বিজেপিতে থাকুন এভাবে। তিনি যত মুখ খুলেছেন, বিজেপি চারটে করে বিধায়ক কমেছে। বিজেপি ১৮ থেকে ১২ নেমে এসেছে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর, শনি-রাহু-কেতু সব দশা বিজেপিতে যুক্ত হয়েছে’। 

এদিকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। হিংসার ঘটনায় এখনও  গ্রেফতার ২০০ জন। রাজ্যের পুলিসের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন জঙ্গিপুরে শান্তি বহাল আছে। আমাদের পুলিসে যা যা আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলি পুরোদস্তুর চলছে।  যাতে মানুষের ভরসা ফিরে আসে, তার ব্যবস্থা করা হচ্ছে। কিছু কিছু দোকানপাঠ খুলতে শুরু করেছে। আমার খুবই আত্মবিশ্বাসী যে, খুব তাড়াতাড়ি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। কিছু লোকে যাঁরা নিজেদের গ্রাম ছেড়ে অন্য়ত্র চলে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন। মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে একযোগে আমরা কাজ করছি’।

আরও পড়ুন:  Suvendu Adhikari: ‘শুভেন্দু এপার বাংলার ইউনূস’, বললেন সাংসদ…

আরও পড়ুন:  Waqf Protest: চলছে রুটমার্চ, গ্রেফতার ২০০! ক্রমশ স্বাভাবিক মুর্শিদাবাদ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *