IPL হচ্ছে না WWE? মাঠেই তুমুল হাতাহাতি সমর্থকদের! ধুন্ধুমার দিল্লি-মুম্বই ম্যাচে


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) দিল্লি ক্যাপিটালস ( Delhi Capitals) টানা চার ম্যাচ জিতে, গত রবিবার পঞ্চম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হেরে গিয়েছে! আর এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে তুমুল হাতাহাতি বেঁধে যায় দুই দলের সমর্থকদের মধ্যে। 

এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেখ ম্যাচ চলাকালীন স্ট্যান্ডেই দর্শকদের মধ্যে ধুন্ধুমার বেঁধেছিল। তবে কেন আর কীভাবে এই মারামারির সূত্রপাত, তা জানা যায়নি। একজন মহিলা সমর্থককে দেখা গিয়েছে আরেক পুরুষকে ফেলা পেটাতে। তাঁদের না থামিয়ে, সেই সময় মোবাইলে ভিডিয়ো রেকর্ড করছিলেন অনেকে। নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে লড়াই থামে। কমপক্ষে ১০ জন জড়িত ছিলেন এই ঘটনায়।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই বিরাট খবর, ICC-র চেয়ারে মহারাজ! বহু যুদ্ধের যোদ্ধার সঙ্গেই ফের জুটি

চলতি আইপিএল দেখলে মনে হবে, এ যেন আইপিএল নয়, ডব্লিউডব্লিউই! এর আগে চলতি আইপিএলে, রাজস্থান রয়্যালসের সমর্থকদের মধ্যেও বিরাট মারামারি হয়েছিল। সেবারও ঠিক কী কারণে ঝামেলা বেঁধেছিল, তা জানা যায়নি, তবে পুলিশ সেই অশান্তি থামিয়েছিল। 

এবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ২৬ মার্চ রাজস্থানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের খেলা ছিল। এর চারদিন পর রাজস্থান এই মাঠেই খেলেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করেছে যে রাজস্থান বনাম কলকাতা ম্যাচেই ঝামেলা হয়েছিল। আইপিএলে ফিরে ১২ চার ৫ ছয়ে ৪০ বলে ৮৯ রান করেছিলেন তিনে নেমে। তাঁর স্ট্রাইকরেট ছিল ২২২.৫০। 

মুম্বইয়ের ২০৫ রান তাড়া করে দিল্লি ১৯৩ রানে অলআউট হওয়ায় গল্পের ‘ট্র্যাজিক নায়ক’ ছিলেন করুণ। তিনি শটের সম্ভার সাজিয়ে বসেছিলেন। কসাইয়ের ভূমিকায় নামা করুণের সুবাদে দিল্লির পাওয়ারপ্লেতে স্কোর উঠে গিয়েছিল ৭১/‍১। দীপক চাহার ও ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে রণংদেহী মূর্তিতে ধরা দিয়েছিলেন। 

আরও পড়ুন: বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন বিরাট, হৃদস্পন্দন দেখতে বললেন সঞ্জুকে! জয়পুরে কী ঘটল?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *