অয়ন ঘোষাল: গরম থেকে মুক্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
সিস্টেম
উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসম সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পরশু ১৬ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অসম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিতে একটি অক্ষরেখা। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা যেটি ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরো একটি অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।
দক্ষিণবঙ্গ
সোম এবং মঙ্গলবার বৃষ্টির প্রবণতা অনেকটাই কমবে। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার থেকে ফের বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই।
আরও পড়ুন-‘বাংলাকে বাংলাদেশ হতে দেব না’, ৪ জেলায় আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের
উত্তরবঙ্গ
সোমবার ও মঙ্গলবারে ঝড় বৃষ্টির কোন সতর্কতা নেই উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি ওপরের দিকের পার্বত্য এলাকায় হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আরও পড়ুন-নজরে ছাব্বিশ, চলতি মাসেই বাংলায় মোদী!
কলকাতা
আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সকালে আংশিক মেঘলা আকাশ। আঞ্চলিক ভাবে কোনো কোনো অংশে বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টির অল্প সম্ভবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২৫.৪ থেকে বেড়ে ২৭.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ থেকে বেড়ে ৩৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৯১ শতাংশ।
ভিনরাজ্য
ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসাম মেঘালয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেশ কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অসম, মেঘালয়, মধ্যপ্রদেশ বিহার ঝাড়খন্ডেও বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ছত্রিশগড় ঝাড়খন্ড সিকিম বিহার এবং কেরল মাহে মধ্যপ্রদেশ ছত্রিশগড় কেরালা মাহে তেলেঙ্গানা কর্নাটকে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)