টি-টোয়েন্টিতে সর্বকালীন রেকর্ড, ৪৩ বছরে ধোনির ইতিহাস! মঞ্চে বললেন, ‘আমাকে কেন…’


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  আইপিএলে তুমুল সমালোচিত ‘থালা’! ব্যাটিং অর্ডারের অনেকটা নীচে নেমে একাধিক ম্যাচ ফিনিশ করতে না পারায়, মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছিল! ‘ফিনিশার’ ধোনি ‘ফিনিশড’ বলেই মত বহু ক্রিকেট পণ্ডিতের।  ৪৩ বছরের ধোনির ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট নেই বলেই, জানিয়ে ছিলেন ভুবনজয়ী প্রাক্তন অজি তারকা ওপেনার ম্যাথিউ হেডেনের। তিনি বলেছিলেন, ‘ধোনির আর ক্রিকেট অবশিষ্ট নেই। ওর দ্বারা আর ক্রিকেট হবে না। সিএসকে-র জন্য অনেক দেরি না হয়ে যাওয়া পর্যন্ত সত্যিটা এবার মেনে নিক ধোনি। ও বরং আমাদের কমেন্ট্রি বক্সে যোগ দিক।’ আর সমালোচকদের মুখে সেলোটেপ আঁটতে ধোনি সেই হাতে ব্যাটই তুলে নিলেন। 

আরও পড়ুন: আইপিএলে ইঞ্চি মেপেই ধরতে হবে ব্যাট! খেলার মাঝে কেন হার্দিক-হেটমায়ার-সল্টের পরীক্ষা?

গত সোমবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেছিল চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচে অধিনায়ক মাহি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিলেন, খেলার শেষ মুহূর্তে দুর্দান্ত ইনিংস খেলে, দলকে মরসুমের দ্বিতীয় জয় এনে দিলেন। ধোনি ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন, শেষ ওভারে, রুদ্ধশ্বাস ম্যাচে লউনউয়ের ১৬৭ রান তাড়া করে দলকে জিতিয়ে দেন। লখনউয়ের ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে, ধোনিকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। 

আইপিএল তথা টি-টোয়েন্টি লিগের ইতিহাসে ধোনি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেয়েছেন। ৪৩ বছর ২৮০ দিন বয়সে ধোনির হাতে ট্রফি উঠতেই, লেখা হয়েছে নতুন ইতিহাস। ধোনি টপকে গিয়েছেন প্রবীণ তাম্বেকে। প্রবীণ ২০১৪ সালে কেকেআরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। তখন প্রবীণের বয়স ছিল ৪২ বছর ২০৮ দিন। ধোনি ১১ বছরের পুরনো সেই রেকর্ডই ভেঙে দিলেন। তবে সেরার পুরস্কার হাতে নিয়ে ফের একবার মহানুভবতা দেখালেন ধোনি। আয়োজকদের সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘কেন ওরা আমাকে পুরস্কার দিচ্ছে! নূর আহমেদ সত্যিই ভালো বল করেছে।’

ধোনি এই ম্যাচে আরও একটি নজির গড়েছেন। আইপিএলের ইতিহাসে ২০০ ফিল্ডিং শিকারের মালিক হয়ে গেলেন তিনি। আয়ূষ বাদোনিকে স্টাম্পড করেই ধোনির ডাবল সেঞ্চুরি হয়ে যায়। আইপিএলের ইতিহাসে আর কোনও ক্রিকেটারের ২০০ ফিল্ডিং শিকারের নজির নেই। আপাতত আইপিএলে ধোনির ২০১ শিকার। ধোনি আইপিএলে বিগত ১৮ বছরে ১৫৪টি ক্যাচ তালুবন্দি করেছেন। তাঁর ১৫০ ক্যাচ স্টাম্পের পিছনে দাঁড়িয়ে। বাকি ৪টি ক্যাচ ফিল্ডার হিসেবেই। এবং ৪৬ বার স্টাম্পিং করে ধোনি ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়েছেন।

আরও পড়ুন: IPL হচ্ছে না WWE? মাঠেই তুমুল হাতাহাতি সমর্থকদের! ধুন্ধুমার দিল্লি-মুম্বই ম্যাচে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *