প্রসেনজিত্ মালাকার: বীরভূমে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে এবার সেই দ্বন্দ্ব কার্যত দলীয় কার্যালয় দখলের রূপ নিল। সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের ব্যবহৃত দলীয় কার্যালয় দখল করল অনুব্রত মণ্ডল অনুগামীরা। মেরে দেওয়া হলো নতুন তালা, আর বদলে দেওয়া হলো পার্টি অফিসের নাম—এখন তা ‘বাসুদেব রায় ভবন’ নামে পরিচিত।
নুরুল ইসলাম যিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষও, জানিয়েছেন—এই ঘটনা তার অজান্তেই ঘটেছে। পূর্বের কোনো নোটিশ ছাড়াই পার্টি অফিসের দরজায় অন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে কার্যত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন- Mamata Banerjee: নববর্ষে মুখ্যমন্ত্রীর নতুন গান, সম্প্রীতির বার্তা মমতার…
অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল দাবি করেছেন, নাম পরিবর্তনের বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গত কয়েক সপ্তাহ ধরেই পুরন্দরপুর ও আশপাশের এলাকায় দুই গোষ্ঠীর টানাপড়েন চোখে পড়ছে। অঞ্চল সভাপতিরা একে একে অনুব্রত শিবিরে ঝুঁকছেন, ফলে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামকে ঘিরে বাড়ছে বিরোধ।
আরও পড়ুন- Bengal Weather Update: নববর্ষে শিলাবৃষ্টি! কলকাতা-সহ সব জেলাতেই ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি…
তৃণমূলের জেলা রাজনীতিতে দীর্ঘদিনের দুই স্তম্ভ কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের অনুগামীদের এই প্রকাশ্য সংঘাতে শাসকদলের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্ব কতটা বিস্ফোরক হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এভাবে প্রকাশ্যে পার্টি অফিস দখল এবং নাম বদলের ঘটনা বীরভূমের তৃণমূল রাজনীতিতে নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)