তথাগত চক্রবর্তী: নববর্ষের দিনই শোকস্তব্ধ কুলতলি। তেঁতুলবেড়িয়ার গোচরণ টি এস সনাতন হাইস্কুলের এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম প্রণব প্রতীপ নাইয়া (৪২)। পেশায় বাংলা ভাষার শিক্ষক ছিলেন তিনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি তাঁর নিজের ঘর থেকেই উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও, ঘটনার পিছনে আরও কিছু কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিস।
ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রণববাবু ২০১২ সালে শিক্ষক পদে নিযুক্ত হন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার রায় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। যদিও তাঁর চাকরি নিরাপদে ছিল, তবুও বিষয়টি নিয়ে তিনি ভীষণ চিন্তিত ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। এছাড়া বাজারে কিছু দেনাও ছিল তাঁর, যা আরও চাপ সৃষ্টি করেছিল বলে অনুমান।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বৃদ্ধ বাবা সুভাস চন্দ্র নাইয়া, যিনি চাষবাস করেন, মা এবং কলেজে পড়ুয়া এক বোন। তাঁদের কথায়, প্রণববাবু বিগত কিছু মাস ধরে বেশ চুপচাপ থাকতেন। কারোও সঙ্গে খুব একটা মিশতেন না। মোবাইল ফোনেই ডুবে থাকতেন দিনের অধিকাংশ সময়। ২০২১ সালে মুর্শিদাবাদ থেকে বদলি হয়ে নিজের বাড়ির কাছাকাছি এই স্কুলে যোগ দেন তিনি। যদিও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, প্রণববাবু নিয়মিত স্কুলে যেতেন না। গেলেও খুব একটা ক্লাস নিতেন না এবং সহকর্মীদের সঙ্গে মেলামেশাও করতেন না।
নববর্ষের দিনেই এমন একটি হৃদয়বিদারক ঘটনায় আরও বেশি শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং সহকর্মীরা হতবাক এই ঘটনায়। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিস। এই ঘটনায় ইতিমধ্যেই পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ যোগাযোগ করা হয়েছে তাঁর স্কুলের সঙ্গেও। খতিয়ে দেখা হচ্ছে ওই শিক্ষকের মোবাইল ফোনটিও৷ যদি কোনও সূত্র মেলে…
Extra Marital Affairs: স্ত্রীর পরকীয়া! ১২ স্বামী ‘খুন’! হাড়হিম করা বাস্তব ঘটনা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭