Gosaba: সবুজ ধানখেতে লুকিয়ে মৃত্য়ু! পা দিতেই ছটফটিয়ে শেষ দুই ভাই…


প্রসেনজিত্‍ সর্দার: বিদ্যুৎপৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের নাম সৌমিত্র মন্ডল (৩৭) ও পবিত্র মন্ডল (৩২)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনর গোসাবা (Gosaba) ব্লকের সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত চরঘেরীর বিধান কলোনি এলাকায়। ইতিমধ্যে ঘটনার খবর জানতে পেরে সুন্দরবন কোষ্টাল থানার পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করছে পুলিস।

আরও পড়ুন, Death From Lightning: ভয়ংকর বজ্রপাতে একাধিক মৃত্যু! জমিতে কাজ করছিলেন তখন তাঁরা, হঠাৎই…

অন্যদিকে, একই পরিবারের দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মন্ডল পরিবার-সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা পূর্ণেন্দু বিশ্বাস। তিনি ধান চাষ করেছিলেন। ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব ছিল। ইঁদুরের উপদ্রব কমাতে ধানক্ষেতে দিয়েছিলেন বিদ্যুুৎবাহী তার। আর সেই মাঠের রাস্তা দিয়েই দুই ভাই বাড়িতে ফিরছিলেন।

সেই সময় মাঠের মধ্যে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে দুই ভাই জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। এদিকে পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজির পর মাঠের মধ্যে দুই ভাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। দাবানলের মত দ্রুত খবর চাউর হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার শুরু হয়েছে ঘটনার তদন্ত। তবে এই ঘটনার পর ধানক্ষেতের মালিক পূর্ণেন্দু বিশ্বাস পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে সুন্দরবন কোষ্টাল থানার পুলিস।

আরও পড়ুন, King cobra: ভয়ংকর! রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এ কী? পথচলতি মানুষের গলা শুকিয়ে কাঠ, হাড়হিম…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *