জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:নিরাপত্তা ভেঙে হুইলচেয়ারে বসে থাকা ভক্তের সঙ্গে সেলফি তুলতে থামলেন ধোনি।
বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক সর্বদাই তাঁর বিনম্রতা এবং ভক্তদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য পরিচিত। বিশেষ করে তাঁর শহর রাঁচিতে প্রায়শই তাঁকে ভক্তদের সঙ্গে ছবি তুলতে এবং শুভেচ্ছা জানাতে দেখা যায়। যদিও চলতি লিগে তার অবসর নিয়ে জল্পনা চলছে তবুও আইপিএলে বছরের পর বছর ধরে এমএস ধোনি অসাধারণ ভক্তদের সমাগম উপভোগ করে আসছেন।
আরও পড়ুন: ‘দাদা আমার সঙ্গে…’! রীতিমতো অতিষ্ঠ কুম্বলে-বীরুরা, কেন প্রাক্তনদের সৌরভের ফোন?
গত ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে, ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫ উইকেটে জয়ের মাধ্যমে চেন্নাই জয়ের ধারায় ফিরেছে। চেন্নাইয়ের বোলিং লাইনআপ বেশ ভালো, কিন্তু তাদের ব্যাটিং ধারাবাহিকভাবে হতাশ করছে। ১৬৬ রান তাড়া করতে গিয়ে, প্রায় ধরাসই হয়ে যায় সিএসকে। এই সময়ে দলের ত্রাতা হয়ে মাঠে নামেন ধোনি। ১১ বলে ২৩৬.৩৬ স্ট্রাইক রেটে দ্রুতগতিতে ২৬ রান করেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। টানা পাঁচটি পরাজয়ের পর আইপিএল ২০২৫-এ এটি ছিল তাদের প্রথম জয়।
উইকেটের পিছন থেকে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের অসাধারণ পারফরম্যান্সের ফলে সিএসকে, এলএসজিকে ১৬৬ রানে সীমাবদ্ধ থাকতে বাধ্য করে। এদিনের ম্যাচে, ধোনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আইপিএল ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করেলেন তিনি।
আরও পড়ুন: অগাস্টে অশান্ত পদ্মাপারে বিরাট-রোহিতরা! ইউনূসের বাংলাদেশে আদৌ নিরাপদ তো ভারত?
সম্প্রতি, সিএসকে অধিনায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এমএস ধোনি, তার নিরাপত্তারক্ষীদের দ্বারা বেষ্টিত ছিলেন। কিন্তু, সময় বের করে ভক্তের সঙ্গে দেখা করেন। বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা এক ভক্তের কাছে গিয়ে তিনি দাঁড়ান এবং তার সঙ্গে সেলফিও তোলেন।
আইপিএল ২০২৫-এ, ২০ এপ্রিল তাদের পরবর্তী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। সাতটি ম্যাচে মাত্র দুটি জয় এবং তাদের অধিনায়ক মরসুম থেকে ছিটকে যাওয়ার পর, তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও এখনও শেষ হয়নি। ৬৮৪ দিন আগে সর্বশেষ সিএসকে-র অধিনায়কত্ব করেছিলেন ধোনি। এরপর ২০২৪ মরসুমের আগে গায়কোয়াড়ের কাছে অধিনায়কত্বের দায়িত্ব হস্তান্তর করেছিলেন। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ের হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে বাদ পড়লে, আইপিএলের মাঝামাঝি সময়ে এমএস ধোনি আবার অধিনায়কত্বে ফিরে আসেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)