‘হিন্দুরাও ঘরে অস্ত্র রাখুন, অস্ত্র রাখা উচিত’, দিলীপের পর এবার… West Bengal BJP President Sukanta Majumder advices hindus to keep weapon in their home


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ‘এই পুলিস সুরক্ষা দিতে পারছে না’। হিন্দুদের এবার অস্ত্র রাখার পরামর্শ দিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সাফ কথা, ‘যদি পুলিস সুরক্ষা দিতে পারত, তাহলে সবাইকে বলতাম যে, অস্ত্র আপনারা থানার জমা দিয়ে দিন। কোনও অস্ত্র রাখার দরকার নেই। পুলিস সুরক্ষা দেবে’।

আরও পড়ুন:  Dilip Ghosh Marriage: ফোনেও নেমতন্ন মেলেনি! মন খারাপ, তবু দাদাকে শুভেচ্ছা দিলীপের ভাই ও পরিবারের…

সুকান্ত বলেন, ‘সাধারণ হিন্দুরাও অস্ত্র রাখতে পারেন, অস্ত্র রাখা উচিত। আমার বাড়িতে অস্ত্র আছে সকলে অনুরোধ করর, বাড়িতে অস্ত্র রাখুন। কারণ, এই পুলিস সুরক্ষা দিতে পারছে না। যে অসুখ যে ওষুধে সারে,  সেই ওষুধই তো দিতে হয় নাকি। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন অনেকদিন ধরে, সর্দিকাশি কমছে না। তাহলে তো আপনি অ্যালোপাথি ডাক্তারদের কাছে যাবেন। একটু অ্যান্টিবায়োটিক দেবেন। যখন অ্যান্টি বায়োটিকের দরকার পড়বে, অ্য়ান্টি বায়োটিক দিতে হবে। না হলে রোগ সারবে না তো, কী করার আছে’।

আরও পড়ুন:  Dilip Ghosh Marriage: বৈশাখে দেখা হবে দু’জনায়! বরবেশে দিলীপ, সামনে আসার আগে সাজগোজে ব্যস্ত ‘কনে’ রিঙ্কু…

চুপ করে থাকেনি তৃণমূলও। দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘এরা সবাই নাথুরাম গডসের উত্তরাধিকারী বা বংশধর। যে নাথুরাম গডসে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন জাতির জনক গান্ধীজিকে খুন করার জন্য। আজকে তারা ভারতবর্ষের সংবিধান খুন করতে চাইছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে দিয়ে, পশ্চিমবঙ্গের শান্তিকে খুন করতে চাইছেন। উপর থেকে নির্দেশ আসছে, তাই একের এক লোক এই অসামাজিক অসংবিধানিক কথা বলছেন’। পোস্ট করা হয়েছে তৃণমূল এক্স হ্য়ান্ডেল থেকেও।

এর আগে, হিন্দুদের অস্ত্র ‘হাতিয়ার’ কেনার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেছিলেন, ‘হিন্দুরা বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, নতুন নতুন আসবাব কিনছে কিন্তু একটাও হাতিয়ার নেই। বলছে হাতিয়ার আমাদের কী হবে! কিছু হলেই পুলিস পুলিস! পুলিসের বয়ে গিয়েছে তোমাদের বাঁচাতে। ভগবান তোমাদের বাঁচাবে না’। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *