অর্কদীপ্ত মুখোপাধ্যায়: শুক্রবার সকাল থেকেই দিলীপ ঘোষের বিয়ে (Dilip Ghosh Marriage) নিয়ে সরগরম কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে সুকান্ত মজুমদার, বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্ব। কর্পোরেট সেক্টরে চাকরিরতা রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ। রিঙ্কু ঘোষ বিবাহ বিচ্ছিন্না। তাঁর এক পুত্রও রয়েছে। তবে শুক্রবারের বিয়েতে দেখা গেল না তাঁকে। জি ২৪ ঘণ্টায় তিনি জানালেন কেন বিয়েতে গড়হাজির তিনি।
আরও পড়ুন- Dilip Ghosh Marriage Photo: যদিদং হৃদয়ং… মালা-চন্দন-উলু-শাঁখে মালাবদল দিলীপের…
মায়ের বিয়ে এড়াতেই কি বিয়েতে আসেননি প্রীতম? জি ২৪ ঘণ্টাকে তিনি জানান, ‘আমি খুবই খুশি। এই দিনটার জন্য খুশি। মায়ের জন্য খুশি। মা আমার জন্য, সমাজের জন্য অনেকগুলো বছর দিয়েছেন। এখন যে সংসার পাতার কথা ভেবেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, মায়ের সেই সিদ্ধান্তকে আমি সমর্থন করি। মা-কে বরাবরই সমর্থন করি, আগেও করেছি, পরবর্তীতেও করব’। কেন উপস্থিত নন তিনি? প্রীতম জানান, ‘গুড ফ্রাইডে বলে টানা ৪দিন ছুটি পেয়েছি অফিসে, তাই ঘুরতে এসেছি। আমার অনুপস্থিতি নিয়ে কোনও জল্পনা নেই। আমি ব্যক্তিগতভাবে থাকতে পারলে খুবই খুশি হতাম, মা-ও খুশি হত। উনিও খুশি হতেন’। পাশাপাশি তিনি জানান যে দিলীপ ঘোষকে তাঁর খুবই পছন্দ।
রিঙ্কু মজুমদারের ছেলের বয়স ২৫ বছর। তিনি আইটি সংস্থার অফিসে কর্মরত। ছেলেকে নিয়ে গর্বিত রিঙ্কু। তিনি বলেন, ‘বিয়েতে ছেলেকে রাখব না বলে আমরা ঠিক করেছিলাম। ঘটনাচক্রে ছেলের অফিসেও আজ থেকে চারদিনের ছুটি পড়েছে। তাই ছেলে আজ(শুক্রবার) সকালেই বেড়াতে চলে গিয়েছে।’ ছেলের সঙ্গে একমত হয়েই তিনি বলেন, “ছেলে খুব খুশি। আমার ছেলেরও হয়তো একটা বাবার জায়গা ফাঁকা ছিল। ছেলেই ওঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিল। ছেলেকে নিয়ে উনি ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন।”
প্রসঙ্গত, প্রথম বিয়ের ৬ মাস পরেই বুঝতে পেরেছিলেন ভুল জীবনসঙ্গী বেছেছেন। তাও বেশ কয়েকবছর তিনি সংসার করেন, তাঁর জীবনে ছেলে আসে। দীর্ঘ ১৭ বছর তিনি বিবাহবিচ্ছিন্না। রিঙ্কু বলেন, ‘দ্বিতীয়বার খুব সাবধানে পা ফেলেছি। মনের মতো মানুষ খুঁজেছি। ওঁর মধ্যে নানা গুণ রয়েছে। সেসব দেখেই ওঁকে আমার ভাল লাগে। গত বছরের সেপ্টেম্বরে প্রথম আমি তাঁকে প্রস্তাব দিই। উনি শোনেন। আমাকে তখন কিছু বলেননি। ১৫ দিন পর আমি ফের তাঁকে কথাটা মনে করাই। একদিন আমি ওঁকে নিয়ে স্বপ্ন দেখি। সেটা জানাই। তারপর আমাদের মধ্যে ফোনে টুকটাক কথাবার্তা হত। তার মাধ্যমে আমাকে হয়তো জেনেছেন, বুঝেছেন।”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)