চিতাবাঘের মুখে মারণ ঘুসি! লেপার্ডের সঙ্গে চা-শ্রমিকের মরণপণ লড়াইয়ের শেষে…ভয়ংকর । Man Punches Leopard Leopard attacks Tea Labourer Man gives blow to Leopard he becomes badly injured Leopard fled after punch


প্রদ্যুত দাস: সাতসকালে চিতাবাঘের হামলায় গুরুতর আহত হলেন চা-বাগানের এক শ্রমিক। আহতকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা-বাগানের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

কী ঘটেছিল?

আজ, শনিবার সাতসকালেই ঝুটাং ওঁরাও  নামের ওই চা-শ্রমিকের সঙ্গে চিতাবাঘের মরণপণ লড়াই বাধে। চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়লে তিনি চিতাবাঘকে এক ভয়ংকর ঘুষি মেরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। ওদিকে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের বহু চা-শ্রমিক ছুটে আসেন। তাঁরা এসে দেখেন গুরুতর আহত হয়েছেন ঝুটাং ওঁরাও। আহত চা-শ্রমিক ঝুটাং ওঁরাওকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Earthquake Jolts: শনিদুপুরে তীব্র ভূমিকম্পে দুলে উঠল মাটি! কাঁপল আফগানিস্তান-পাকিস্তান-কাশ্মীর-দিল্লি এবং…

আরও পড়ুন: Rachna Banerjee Greets Dilip Ghosh: দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কী বললেন রচনা? জেনে নিন, দেবাংশুর বিয়ে নিয়ে কী ইঙ্গিত তাঁর…

জলপাইগুড়ি ভান্ডিগুড়ি করলা লাইনে বাড়ি ওই চা-শ্রমিকের। ৬০ নম্বর ব্লকে চা-বাগানের ওই শ্রমিক চিতাবাঘের মুখে পড়েন। বছর চল্লিশের ঝুটাং ওঁরাও এই আক্রমণে গুরুতর আহত হয়েছেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টিতে বন দফতরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কেননা, এখানে চিতাবাঘের সমস্যা নতুন নয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *