JEE Topper: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি! ১০০ শতাংশ পেয়ে সর্বভারতীয় জয়েন্টে টপার সেই অর্চিস্মান…


ই, গোপী: JEE(Main)-এর রেজাল্ট ঘোষণা করেছে এনটিএ। ১০০-য় ১০০ পেয়ে টপার ২৪ জন পরীক্ষার্থী। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ২ জন- অর্চিস্মান নন্দী এবং দেবদত্তা মাঝি। সাফল্যের শীর্ষে খড়্গপুরের কৃতী পড়ুয়া অর্চিস্মান নন্দী। সর্বভারতীয় জয়েন্টে পশ্চিমবঙ্গে য়ুগ্ম প্রথম খড়্গপুরের অর্চিস্মান। খড়্গপুরের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা অর্চিস্মান। বাবা একটি ওষুধ সংস্থার আধিকারিক। মা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী। 

গত জানুয়ারিতে জয়েন্টের প্রথম দফার পরীক্ষা দিতে যাওয়ার আগে অঙ্কুরহাটির কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল অর্চিস্মানদের গাড়ি। সেই মানসিক পরিস্থিতিতেও পরীক্ষা দিয়ে প্রায় ৯৮ শতাংশ নম্বর অর্জন করেছিল খড়্গপুরের এই কৃতী ছাত্র। আশানুরূপ ফল না হওয়ায় ফের চলতি মাসেই দ্বিতীয় দফার পরীক্ষা দেন। এ বার সারা ভারতে প্রথম ২৪ জন কৃতী পড়ুয়ার তালিকায় রয়েছেন অর্চিস্মান। এদের সকলেই ১০০ শতাংশ নম্বর পেয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গেরও ২জন।

খড়্গপুরের কৃতী ছাত্র অর্চিস্মান আইসিএসই-তেও ৯৯ শতাংশ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে পঞ্চম স্থান অর্জন করেছে। এবার জয়েন্টে রাজ্যে প্রথম হওয়ায় খুশি বাবা মিঠুন নন্দী ও মা অনিন্দিতা নন্দী। আগামীদিনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আইআইটি খড়্গপুরে পড়তে চান অর্চিস্মান। এখন তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

আরও পড়ুন, Garden Reach Flyover Accident: উলটেই খেল পাল্টি! চারদিকে শুধু ভাঙা কাঁচ-রক্ত! গার্ডেনরিচ উড়ালপুলে হাড়হিম দুর্ঘটনা, ৬ বন্ধুর..

আরও পড়ুন, Hooghly Tornedo: হুগলিতে আছড়ে পড়ল বিধ্বংসী ‘টর্নেডো!’ তছনছ সবকিছু… ভয়ংকর ছবি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *