জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে এবার পুলিসের জালে ‘মূলচক্রী’। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার আরও ১। ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে তখন উত্তাল মুর্শিদাবাদ। ধূলিয়ান পুরসভার জাফরাবাদে খুন হন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। সেই ঘটনায় আগেই ৩ জনকে গ্রেফতার করেছিল পুলিস। গতকাল, শনিবার ধরা পড়ল আরও এক জন। পুলিস সূত্রে খবর, ধৃতের নাম জিয়াউল হক ওরফে চাচাকে। ধূলিয়ানেরই সুলিতলা গ্রামের বাসিন্দা তিনি। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার পর থেকে পলাতক ছিল সে।
মুর্শিদাবাদের অশান্তি আবহে বাবা ও ছেলেকে খুনের ঘটনার রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল রাজ্যে। তদন্তে নেমে প্রথমে মুর্শিদাবাদের সুতি ও বীরভূমে মুরারই থেকে কালু নাদাব ও দিলদার নাদাবকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের জেরা করে ইনজামুল নামে আরও একজনের সন্ধান মেলে। মুর্শিদাবাদেরই সুতি থেকে তাঁকে পাকড়াও করা হয়।
পুলিস সূত্রে খবর, জাফরাবাদে বাবা ও ছেলে খুনে এখনও পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা সকলেই আশেপাশের গ্রামেরই বাসিন্দা। পুলিসের দাবি, ব্যক্তিগত আক্রোশেই কারণে খুন করা হয়েছে হরগোবিন্দ ও তাঁর ছেলেকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)