জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আরও জোরালো যোগ্য-অযোগ্য জট! ‘আজ তালিকা প্রকাশ করা হচ্ছে না’, SSC-র সঙ্গে বৈঠকের পর জানালেন চাকরিহারারাই। তাঁদের দাবি, ‘আরও ২ দিন সময় চেয়েছেন SSC চেয়ারম্যান’। মধ্যশিক্ষা পর্ষদের অফিসে এবার অনশনে বসলেন ৮ শিক্ষাকর্মী।
আরও পড়ুন: Sukanta Majumdar: SSC কাণ্ডে জট অব্যাহত, যোগ্য-অযোগ্যর গেরোয় আটকে কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী-র বেতনও!
ঘটনার সূত্রপাত আজ, সোমবার দুপুরে। ঘড়িতে তখন ১২টা। কারা যোগ্য? কারাই-ই বা অযোগ্য? তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিহারা। এরপর সকাল গড়িয়ে সন্ধ্যা নামে। কিন্তু তালিকা প্রকাশ করতে পারেনি SSC। ফলে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিসের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এমনকী, বাদ যায়নি হাতাহাতিও! শেষে করুণাময়ীতে পথ অবরোধ শুরু করেন চাকরিহারারা।
রাতে চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে SSC কর্তৃপক্ষ। কিন্তু তাতেও জট কাটল না। পর্ষদের অফিসে যখন অনশনে ৮ শিক্ষাকর্মীরা, তখন রাতভর SSC অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।
এর আগে, বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন SSC চেয়ারম্যানও। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘প্রথম যেটা দাবি করেছেন, যোগ্য-অযোগ্যের তালিকা SSC যেন প্রকাশ করে। SSC-র কাছে অবশ্যই তথ্য আছে। সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তিনবার হলফনামা দিয়ে SSC আদালতে জানিয়েছে। অর্থাত্ যোগ্য-অযোগ্য তালিকা আমাদের আছে’। জানিয়েছিলেন, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। সোমবার তালিকা প্রকাশ করে দেওয়া হবে’।
আরও পড়ুন: C V Ananda Bose: কী হয়েছে আসলে বোসের? রাজভবনের তরফে জানাল হল…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)