School reopen in Murshidabad: ‘বাবাও এমন অবস্থা দেখেনি…’, ওয়াকফ-হিংসা দীর্ণ মুর্শিদাবাদে ১০ দিন পর খুলল স্কুল!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্তি দীর্ণ মুর্শিদাবাদে ১০ দিন পর খুলছে স্কুল। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গত ১১ এপ্রিল অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। যদিও অভিভাবকদের চোখেমুখে এখনও উদ্বিগ্নতা, দুশ্চিন্তার ছাপ। 

স্কুল খোলা নিয়ে জনৈক স্থানীয় বাসিন্দা জানান, ধুলিয়ানের অবস্থা এখন অনেকটা ভালো। দোকান বাজারও খুলছে আস্তে আস্তে। এই কদিনে ব্যবসা বাণিজ্যের প্রচুর ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, তাঁর বাবাও মুর্শিদাবাদে এরকম অবস্থা এর আগে কখনও দেখেননি। তিনি আরও বলেন, এই ঘটনা বাচ্চাদের পঠনপাঠনের উপর প্রভাব ফেলেছে। এখনও আতঙ্ক ও বীভৎসতার স্মৃতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার লড়াই।

ইতিমধ্যেই মুর্শিদাবাদে হিংসার ঘটনায় প্রায় ২৯০ জনকে গ্রেফতার করেছে পুলিস। মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্ত করছে এসআইটি। মুর্শিদাবাদে হিংসা নিয়ে সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছে মামলা। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যে, মুর্শিদাবাদে হিংসার পিছনে যোগ রয়েছে সীমান্ত পারেরও। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা-র হাত রয়েছে এর পিছনে!

আরও পড়ুন, VIP Road Accident: ভিআইপি রোডে ভয়ংকর দুর্ঘটনা, ধাক্কা লেগে পড়তেই সরকারি বাস পিষে দিল বাইক আরোহীকে…

আরও পড়ুন, Malda: কতদিন আর এভাবে থাকব! চোখেমুখে ভয় নিয়েই ঘরে ফিরছেন ধুলিয়ানের অঞ্জনারা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *