Sukanta Majumdar: SSC কাণ্ডে জট অব্যাহত, যোগ্য-অযোগ্যর গেরোয় আটকে কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী-র বেতনও!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবারই তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি (SSC)। অযোগ্য বলে যাঁরা চিহ্নিত নন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, ডিসেম্বর পর্যন্ত তাঁরা চাকরিতে বহাল থাকবেন। তারপর কী? আবার পরীক্ষা? কোন পথে নিজেদের যোগ্য প্রমাণ করবেন এই শিক্ষকরা? কী বলছে আইনজীবী মহল? শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পরেই জট কাটার রাস্তা তৈরি হয়েছিল। সেই মতো সোমবার, অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকদের তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন, C V Ananda Bose: হার্টে ৩টি ব্লকেজ! ‘গুরুতর’ অসুস্থ রাজ্যপাল! হাসপাতালে দেখা করে গেলেন মমতা…

সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন তালিকায় নাম থাকা এই শিক্ষক-শিক্ষিকারা। আবার শুরু থেকেই নতুন করে আর পরীক্ষায় বসতে চাইছেন না আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। একদিকে আন্দোলন। আর এক দিকে আইনি লড়াই। চাকরি বাঁচিয়ে রাখতে জোড়া পথে শিক্ষক-শিক্ষিকারা। এই তড়জার মধ্যেই বিস্ফোরক মন্তব্য় করলেন সুকান্ত মজুমদার। 

এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘কারা যোগ্য কারা অযোগ্য রাজ্য সরকার ঠিক করতে পারছে না। আগে যারা চাকরি পেয়েছে তাদের বেতনও আটকে রেখেছে সরকার। আমার স্ত্রী-ও এই মাসে মাইনে পাননি। সে যোগ্য-অযোগ্য়ের মধ্য়ে পড়ে না। যে ২৬ হাজার স্কুলে শিক্ষক চাকরি হারিয়েছে সে সমস্ত স্কুলে বেতন হচ্ছে না।’

আরও পড়ুন, VIP Road Accident: ভিআইপি রোডে ভয়ংকর দুর্ঘটনা, ধাক্কা লেগে পড়তেই সরকারি বাস পিষে দিল বাইক আরোহীকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *