প্রসেনজিৎ সর্দার: অসুস্থ মাকে শ্বাসরোধ করে খুন। গ্রেফতার ছেলে ও বউমা। চাঞ্চল্য ভাঙড়ে। অসুস্থ মা যেন ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছিলেন পরিবারের কাছে! সেই ‘বোঝা’ সরাতেই মাকে খুনের অভিযোগ নিজের ছেলে ও বউমার বিরুদ্ধে। এমনই লোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।
মৃতার নাম কাজল মণ্ডল (৫৬)। নিউ টাউনের লাগোয়া ভাঙড়ের বেওতা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল আচমকাই কাজল দেবীর মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যু দেখে প্রতিবেশীদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাতিশালা থানার পুলিস।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও, পুলিসের সন্দেহ হলে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে ভয়ংকর তথ্য। ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপরই তদন্তে নেমে পুলিস কাজল দেবীর ছেলে রাজু মণ্ডল ও পুত্রবধূ সোমা মণ্ডলকে গ্রেফতার করে।
আজ দু’জনকেই বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার পর থেকেই এলাকায় শোক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। পুলিস জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)