Governor C V Ananda Bose: সফল বাইপাস সার্জারি, কেমন আছেন রাজ্যপাল?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সফল বাইপাস সার্জারি। রাজ্যপালের চিকিৎসায় কার্ডিওলজিস্ট আফতাব খানের অধীনে গঠন করা হল মেডিকেল বোর্ড। 

সূত্রের খবর, রাজ্যপালের হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়ে ৷ সোমবার রাতে কমান্ড হাসপাতালেই রাজ্যপালের বাইপাস সার্জারি হয়। বেসরকারি হাসপাতাল থেকে ৪ জন চিকিৎসক কমান্ড হাসপাতালে যান ৷ সেখানেই রাতে হয় অস্ত্রোপচার। এরপর আজ সকালে তাঁকে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

যদিও গতকাল রাজভবনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দাবি করেছিলেন, “ব্যস্ত সফরের পর রাজ্যপাল মহাশয়ের কাঁধে হালকা ব্যথা অনুভূত হয়। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে তিনি কম্যান্ড হাসপাতালে যান। বর্তমানে ব্যথা অনেকটাই কমেছে। তবে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং একদিনের জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।” 

ওদিকে শালবনি যাওয়ার আগে হাসপাতালে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। প্রসঙ্গত ২ দিন আগেই অশান্তি দীর্ণ মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন রাজ্যপাল। 

আরও পড়ুন, Anubrata Mandal | Birbhum: বীরভূমের রাজনীতিতে বড়সড় ‘সমীকরণ’ বদলের ইঙ্গিত? অনুব্রতর সিদ্ধান্তে ‘শিলমোহর’ সরকারের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *