বড় আপডেট! ৫২৯৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ! চাকরিহারাদের ক্ষোভের মধ্যেই নিয়োগ করতে রাজি রাজ্য…। recruitment in school amidst SSC row SSC Update SSC News SSC Latest Update Supreme Court Verdict on SSC case jobless teachers


অর্ণবাংশু নিয়োগী: এসএসএসি মামলায় সুপ্রিম-নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। সোমবার রাত থেকে চাকরিহারাদের আন্দোলনের জেরে উত্তপ্ত সল্টলেকের করুণাময়ী চত্বর। যোগ্য-অযোগ্য শিক্ষকদের বাছাইয়ের দাবিতে এসএসসি ভবন ঘেরাও করেন প্রতিবাদী চাকরিহারা শিক্ষকেরা। আর শিক্ষকদের এই আন্দোলনের মধ্যেই চলে এল গুরুত্বপূর্ণ কিছু আপডেট। কী কী আপডেট? 

১) শিক্ষক নিয়োগ বাতিলের মধ্যেই শিক্ষক নিয়োগ করতে রাজি রাজ্য
 
২) রাজ্যের সমস্ত স্কুলে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের সবুজ সংকেত

৩) রাজ্যে প্রায় ১ লক্ষ ৪০ হাজার বাচ্চাদের (চিলড্রেন উইথ স্পেশাল নিড) জন্য ধাপে ধাপে শুরু হবে নিয়োগ
 
৪)  ২৭১৫ টি প্রাথমিক স্কুল এবং  ২৫৮৩টি মাধ্যমিক পর্যায়ের স্কুল মিলিয়ে মোট ৫২৯৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে প্রথম দফায়

৫) যে সমস্ত স্কুলে সেই সব ছাত্রের সংখ্যা বেশি প্রথম ধাপে সেখানেই নিয়োগ

আরও পড়ুন: Mosque’s Prayer After Pahalgam Attack: ‘সন্ত্রাসীর কোনও ধর্ম নেই’! জঙ্গিহানায় নিহতদের শোকে কেঁদে উঠল দেশের সাড়ে ৫ লাখ মসজিদ! আগামী শুক্রবার জুম্মার প্রার্থনায়…

আরও পড়ুন: Shutdown in Kashmir | Pahalgam Terror Attack: জঙ্গিহানার জেরে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল কাশ্মীর! ৩৫ বছরে এই প্রথম…

রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্য বলেন, সুপ্রিমকোর্টে মামলাটির শুনানি হয়েছিল। প্রতিটি রাজ্যের ক্ষেত্রেই এই নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশমতো আমরা ধাপে ধাপে এই রাজ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। যদিও মামলাকারী পক্ষের আইনজীবী কল্লোল বসু জানান, ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও রাজ্যে নির্দিষ্টভাবে কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তা কেন প্রকাশ করা হচ্ছে না!

প্রসঙ্গত, চাকরিহারাদের আন্দোলনের মাঝেই যোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দফতর থেকে ডিআই-এর কাছে পাঠানো হল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশন যে তালিকা শিক্ষা দফতরে পাঠিয়েছে, সেই তালিকা ডিআই-দের কাছে পাঠাল শিক্ষা দফতর। এই তালিকার ভিত্তিতেই ব্যবস্থা নিতে বলা হয়েছে শিক্ষা দফতর থেকে।  আরও জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তালিকা অনুযায়ী, যোগ্য শিক্ষকদের বেতনের নির্দেশ পাঠানো হয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে। শিক্ষা দফতর থেকে ট্রেজারিতে এই নির্দেশ পাঠানো হয়েছে।

এই নোটিসে বলা হয়েছে, যাঁরা যোগ্য তাঁদের ৬ মাস বেতন দাও এবং কাজে বহাল রাখো। স্কুল শিক্ষা দফতর থেকে পাঠানো এই তালিকাতে রয়েছে নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ-এ যাঁরা আপাতত যোগ্য তাঁদের তথ্য। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে ১৭ তারিখ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআই-দের কাছে এই নির্দেশ পাঠানো হল। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজই এই তালিকা পাঠানো হয়েছে শিক্ষা দফতরে।

এসএসএসি মামলায় সুপ্রিম-নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। সোমবার রাত থেকে চাকরিহারাদের আন্দোলনের জেরে উত্তপ্ত করুণাময়ী চত্বর। যোগ্য-অযোগ্য শিক্ষকদের বাছাইয়ের দাবিতে সোমবার রাত থেকেইএসএসসি ভবন ঘেরাও করেন প্রতিবাদী শিক্ষকরা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সরব আন্দোলনকারীরা। এর মধ্যেই রাজ্য শিক্ষা দফতরের তরফে ডিআইদের কাছে পৌঁছে গেল ওই চিঠি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *