অর্কদীপ্ত মুখোপাধ্যায়: রাতের শহরে ফের দুঃসাহসিক ডাকাতি। বাড়ির নিচে অফিসের তালা ভেঙে লুঠ! আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সিসিটিভি ফুটেজ দেখে দু্ষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিস। আবার সেই সল্টলেক।
আরও পড়ুন: Kolkata: লিভ-ইন পার্টনারকে ইভটিজিং, প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মার, মর্মান্তিক পরিণতি…
পুলিস সূত্রে খবর, সল্টলেকের GC ব্লকের ওই বাড়িটি দোতলা। বাড়ির মালিক বিদেশে থাকেন। নিচের তলায় একটি অফিস ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ, গতকাল বুধবার রাতে সেই অফিসের হানা দেয় তিন-চারজনের ডাকাত। তালা ভেঙে অফিসে ঢুকে চলে লুঠপাঠ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সল্টলেক দক্ষিণ থানার পুলিস।
এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, রাতে ওই অফিসের সামনেই একটি অটো দাঁড়িয়েছিল। সেই অটো থেকে আওয়াজ পান তাঁরা। এরপর অফিসের সামনের গেট দিয়ে বেশ কয়েকজনকে পালিয়ে যেতে দেখেন।
আরও পড়ুন: Madhyamik result date: কবে মাধ্যমিকের রেজাল্ট? দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ…
এর আগে, সল্টলেকে পূর্বাচলে ডাকাতি হয়েছিল দিনে দুপুরে। ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। এরপর বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে লুঠপাঠ চলে বলে অভিযোগ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)