জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৭ এপ্রিল, রবিবার লাইভ শো ছিল অরিজিত্ সিংয়ের (Arijit Singh)। চেন্নাইয়ে ছিল সেই কনসার্ট। সেই কনসার্ট এবার বাতিল করলেন তারকা গায়ক। পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) ঘটে যাওয়া জঙ্গি হানায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে শো বাতিল করেন সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন- Shah Rukh Khan | Pahalgam Terror Attack: ‘ঠাকুমা ছিলেন কাশ্মীরি, বাবা কাশ্মীর যেতে বারণ করেছিলেন’…
২২ এপ্রিল, আচমকাই পহেলগাঁওয়ের বৈসরণে সাধারণ মানুষদের উপর আক্রমণ করে জঙ্গিরা। চলে গুলি। জানা যায় উপস্থিত পর্যটকদের কলমা পড়তে বলা হয়। কলমা না পড়তে পারায় বেছে বেছে অমুসলিমদের মারা হয়। সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। যার মধ্যে বাংলার রয়েছেন ৩ জন। এছাড়াও আহত হয়েছেন অনেকেই।
অরিজিতের কনসার্টের আয়োজকরা একটি বিবৃতি জারি করেছেন। সেখানে লেখা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ আপডেট। সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনার পর আয়োজকরা ও অরিজিত্ সিংয়ের তরফে যৌথ সিদ্ধান্ত নেওয়া হয় যে এই পরিস্থিতিতে শো বাতিল করা হচ্ছে। আগামী রবিবার, ২৭ এপ্রিলের টিকিট যাঁরা ইতোমধ্যেই কেটেছেন, তাঁদের সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে। ব্যাঙ্ক ট্রান্সফার করে দেওয়া হবে প্রত্যেককে।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’এ গান গাওয়ার কারণে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন অরিজিত্ সিং। অরিজিতের সঙ্গে সেই গান গেয়েছেন শিল্পা রাও। ‘খুদায়া ইশক’ সেই গান রিলিজের পরেই তুমুল সমালোচনার মুখে পড়েন গায়ক।
শুধু অরিজিত্ই নন, অনিরুদ্ধ রবিচন্দ্রনও তাঁর আগামী শোয়ের টিকিট বিক্রি বন্ধ রেখেছেন। সাম্প্রতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন গায়ক। এছাড়াও পহেলগাঁও-এ ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখ খান, সলমান খান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, অল্লু অর্জুন সহ আরও অনেকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)