অনুপ দাস: শবদাহ করে ফেরার পথে শববাহী গাড়ি। মৃত্যু হল ২ শ্মশানযাত্রীর। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালী থানার নবদ্বীপ কৃষ্ণনগর দেপাড়া এলাকায়। এই ঘটনায় গাড়ির চালক-সহ আরো ৩০ জন শ্মশানযাত্রী জখম হয়েছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন মহিলা। আহতদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর হওয়ায় অন্যত্র স্থানরিত করা হয়েছে।
জানা গিয়েছে বুধবার নিজের বাড়িতেই মৃত্যু হয় হাঁসখালির হলদিপাড়ার বাসিন্দা শান্তিরাম মণ্ডলের (৬৫)। সন্ধ্যে সাতটা নাগাদ তার মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে নবদ্বীপ শ্মশানের দিকে রওনা দেয় পরিবারের লোকজন। শ্মশানে দাহ করে ভোররাতে ফেরার সময় দে পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়।
আরও পড়ুন-কফিন জড়িয়ে ‘জয় হিন্দ’! হানিমুনে জঙ্গিহানায় নিহত নেভি অফিসার স্বামীকে চোখের জলে শেষ বিদায় স্ত্রীর…
ওই ঘটনায় মৃত শান্তিরাম মণ্ডলের পুত্রবধূ পুতুল মণ্ডল (৩২) ও তার মামী শ্বাশুড়ি কাজল বিশ্বাসের (৪০) মৃত্যু হয়। এছাড়াও ওই গাড়িতে থাকা চালক-সহ ২৯ জন জখম হন। কোতোয়ালী থানার পুলিস খবর পেয়ে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন-প্রবল তাপে পুড়বে দক্ষিণবঙ্গের ৭ জেলা, বৃষ্টি কবে জানাল আবহাওয়া দফতর
মৃত শান্তিরাম মণ্ডলের শ্য়ালক বলেন, গতাকাল জামাইবাবু মারা গিয়েছিলেন। বিকেল সাড়ে চারটে নাগাদ নবদ্বীপে দাহ করতে গিয়েছিলাম। ফেরার পথে দে পাড়া ছাড়িয়ে এসে একটি জায়গায় গাড়ি অ্য়াক্সিডেন্ট হয়। গাড়িটি রাস্তার পাশে থাকা একটি পোলে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। ২ জন সঙ্গে সঙ্গেই মারা গিয়েছে। সবেমিলিয়ে ৩৫ জন ছিল। অনেকেই আহত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)