বদলের বাংলাদেশের ‘ঘনিষ্ঠ’ পাকিস্তান! চিকেন করিডর নিয়ে বাড়ছে উদ্বেগ…


পিয়ালি মিত্র: ৯ মাসে মধ্যে দু দফায় ISI-এর প্রতিনিধি দলের সফর। যার এক দফায় খোদ হাজির ছিলেন আসীম মালিক । ভারতে উত্তর-পূর্বের রাজ্যগুলির সীমান্ত লাগোয়া বাংলাদেশের এলাকা ভিজিট করেন তাঁরা। ওদিকে ⁠স্পেনে একটি গোয়েন্দা সংস্থার সম্মেলনে বাংলাদেশের ডিজিএফআই প্রধানের অংশগ্রহণ, যেখানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি এবং অনুষ্ঠানের ফাঁকে আইএসআই-এর সাথে ডিজিএফআই প্রধানের আলোচনা। ⁠পাকিস্তানি জাহাজকে বিনা তল্লাশিতে বাংলাদেশে প্রবেশের ছাড়পত্র।⁠ পাকিস্তানিদের জন‍্য ভিসা নিয়ম শিথিল। ⁠বাংলাদেশের আইনি উপদেষ্টার ডঃ আসিফ নজরুলের অফিসে LeT বাংলাদেশ মডিউলের প্রধান হারুন ইজাহারের বৈঠক। সম্প্রতি ঢাকাতে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের বিদেশ সচিব। ১৫ বছর পর হয় এই বৈঠক। 

এই যাবতীয় তথ্য থেকে স্পষ্ট অন্তর্বর্তী সরকারের জমানায় পাকিস্তান ও বাংলাদেশের একে অপরের কতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে। অন‍্যদিকে  ⁠বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাথাদের সঙ্গে একাধিক মৌলবাদী সংগঠনের মাথাদের ঘনিষ্ঠতার ছবিও সামনে এসেছে। ৫ অগাস্ট বাংলাদেশ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী ইউনূস সরকারের আমলে বাংলাদেশের অভ্যন্তরের এই যাবতীয় ঘটনাক্রমে উপর নজর রাখছিলেন ভারতীয় গোয়েন্দারা। বাংলাদেশে মাধ‍্যমে ভারতে নাশকতার মতো পরিকল্পনা পাকিস্তান করতে পারে সেই আশঙ্কা তৈরি হয়েছে। তার মধ‍্যে প‍হেলগাঁওয়ের ঘটনায় সিঁদুরে মেঘে দেখছে ভারত। পাকিস্তান স্পনসরড এই জঙ্গি কার্যকলাপকে কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই একাধিক কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। তবে চাপে পড়ে পাকিস্তানও যে চুপ করে বসে থাকবে না, তা বিলক্ষণ জানে কেন্দ্র। এই পরিস্থিতিতে একদিকে পশ্চিমে কাশ্মীরের মতো সীমান্ত যেমন স্পর্শকাতর, তেমনই পূর্বের বাংলাদেশের সঙ্গে সীমান্তগুলিও এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আগামী ২ মে রাজ‍্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। আসছেন বিএসএফের ডিজি দলজিৎ সিংহ চৌধুরীও। বৈঠকে করবেন বিএসএফের আধিকারিকদের সঙ্গে । 

পাঁচটি রাজ্যে মোট ৪০১৬ কিলোমিটার এলাকা জুড়ে ভারত বাংলাদেশে সীমান্ত। যার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে ২২১৭ কিলোমিটার সীমান্ত রয়েছে।⁠ ৪০১৬ কিলোমিটারের মধ্যে ৩০৮০ কিলোমিটারে কাঁটাতার থাকলেও বাকি অংশে নেই কাঁটাতার। ⁠পশ্চিমবঙ্গেও বেশ কিছু জল সীমান্ত সহ অরক্ষিত এলাকার রয়েছে। মালদহ, মুর্শিদাবাদে কোচবিহারের মতো একাধিক স্পর্শকাতর এলাকা রয়েছে । অরক্ষিত এলাকা দিয়ে গত কয়েক মাসে অনুপ্রবেশের ব‍্যাপক চেষ্টা ধরে পড়েছে পরিবর্তিত পরিস্থিতি। একেই ভাবে উত্তর-পূর্বের রাজ্যগুলির সীমান্তও চিন্তার কারণ হয়ে উঠেছে। 

বিএসএফের সঙ্গে বৈঠকের পাশাপাশি আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, এসআইবির, এনএসজির মতো কেন্দ্রীয় বাহিনী ও এজিন্সির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি রাজ্য গোয়েন্দা বিভাগ, রাজ্য প্রশাসনিক কর্তার থাকবেন সেঽ বৈঠককে। যে বৈঠকে বিভিন্ন ইস‍্যুর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারে চিকেন করিডরের নিরাপত্তার প্রসঙ্গ। গত কয়েক মাসে বাংলাদেশের একাধিক মৌলবাদী সংগঠনের নেতার মুখে উঠে এসেছে চিকেন করিডর দখলের প্রসঙ্গ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই ছোট্ট করিডর উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে সুতোর মতো বেঁধে রেখেছে। ফলে বাংলাদেশ- পাকিস্তান মিলে সেই চিকেন করিডর বিপর্যস্ত করার পরিকল্পনা করতে পারে।

আরও পড়ুন, Pahalgam Attack: একের ঘায়েই ঘায়েল হতে পারে… ভারতের ৫ হাইটেক মিসাইলের ভয়ে থর থর কাঁপছে পাকিস্তান!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *