মাত্র কয়েক মিনিটের কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড সব! উড়ে গেল বাড়ির চাল, ভাঙল…। Deadly Kalbaisakhi destroyed locality of jaipur bankura last night


মৃত্যুঞ্জয় দাস: রাতের কালবৈশাখির ঝড়ের দাপটে উড়ল মাটির বাড়ির টিনের চাল। মাথা গোঁজার বাড়ির চাল হারিয়ে পরের বাড়িতে রাত্রিবাস, বাঁকুড়ার জয়পুর ব্লকের দিগপারের এক পরিবার।

গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছিল বাঁকুড়া। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মানুষ। আর সেই ভরসা গরমের মধ্যে ঘনিয়ে আছে কালো মেঘ সন্ধ্যা থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝর বৃষ্টি।

আরও পড়ুন: What is Kalma? | Pahalgam Terror Attack: পহেলগাঁও-কাণ্ডে ভয়ংকর তথ্য ফাঁস! গুলি চালানোর আগে কেন জঙ্গিরা কলমা পড়তে বলেছিল? জেনে নিন, কলমা নিয়ে কী ভাবে…

আরও পড়ুন: Deadly Landslide: ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের কবলে বন্দি ১৮০০ পর্যটক! বিকল্পপথে নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু…

তীব্র ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক একটু হলেও রেহাই পেলেন জেলার মানুষ। তবে যেমন সুবিধাও রয়েছে, অসুবিধার মধ্যেও পড়েছেন অনেকে। ঠিক যেমন বাঁকুড়া জয়পুর ব্লকের দিকপাড় গ্রামের বাসিন্দা মদন মিদ্দা। ওঁর বাড়ির টিনের চাল রাতের কালবৈশাখি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। কোনও রকমে লোকের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটায়।

খবর দেওয়া হয় জয়পুর ব্লক প্রশাসনকে। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি। তিনি দেখে সব রকম সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন। 
সেই মতো আজ, সোমবার সকালে জয়পুর ব্লক অফিসে তুলে দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্যাকেজ-সহ বস্ত্র ত্রিপল চাল-সহ একাধিক দৈনন্দিন জিনিসপত্র। এ সমস্ত জিনিসপত্র তুলে দেওয়ার নির্দেশ দেন জয়পুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র। উপস্থিত ছিলেন জয়েন বিডিও ও ব্লকের একাধিক আধিকারিক থেকে জয়পুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *