Casting Couch: ‘পোশাক খোলো, আমি দেখতে চাই…’, সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে কাস্টিং কাউচ (Casting Couch), যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘরে নানা অভিযোগ। সেই তালিকায় পুরনো নাম বলিউড পরিচালক সাজিদ খান (Sajid Khan)। একাধিকবার তাঁর নামে MeToo দায়ের হয়েছে। অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনি চোপড়া, সাংবাদিক করিশমা উপাধ্যায় যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সাজিদের বিরুদ্ধে। এবার ফের তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।

আরও পড়ুন- Paresh Rawal urine therapy: হাঁটুর ব্যথা সারাতে নিয়মিত নিজের মূ্ত্র পান করেছেন পরেশ! ম্যাজিক না মরণ?

সম্প্রতি এক আলাপচারিতায় কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ‘ইশকবাজ’ তারকা। নবীনা বলেন, “আমার জীবনে ভয়ংকর একজন মানুষ এসেছিলেন, যার সঙ্গে আমি কখনো দেখা করতে চাই না, তার নাম সাজিদ খান। অন্তর্বাস পরে সে এসেছিল এবং নারীদের অসম্মান করার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমি তার ফোন কল পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। তারপর আক্ষরিক অর্থে তিনি বলেন, ‘তুমি কেন তোমার পোশাক খুলছো না! অন্তর্বাস পরে বসো, আমি দেখতে চাই তুমি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করো।’ এটা ২০০৪-২০০৬ সালের ঘটনা।”

সাজিদ খানের অফিসে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দেওয়ার স্মৃতিচারণ করে নবীনা বলেন, “তার কথা শুনে চমকে উঠেছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। এরপর সাজিদ বলেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। এরপর বলি, আপনি যদি দেখতে চান, তবে আমাকে বাড়ি গিয়ে বিকিনি নিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি পোশাক খুলতে পারব না। কোনোভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসি। এরপর সে আমাকে অন্তত ৫০ বার ফোন করে জিজ্ঞাসা করেছে যে, আমি কোথায় পৌঁছেছি এবং কেন আসছি না।”

আরও পড়ুন- Family Man 3 Actor Death: জঙ্গলে ঝরনার ধারে ‘ফ্যামিলি ম্যান’ অভিনেতার ক্ষতবিক্ষত দেহ! দুর্ঘটনা নয়,খুনের আশঙ্কা পরিবারের…

একবছর আর নবীনা সাজিদের ফোন ধরেননি। এরপর যখন তিনি ‘মিসেস ইন্ডিয়া’-তে অংশ নেন, তখন সাজিদ আবারও তাঁর সঙ্গে যোগাযোগ করেন। নবীনা বলেন, “সে আমাকে আবারও ফোন করে জিজ্ঞাসা করেছিল, ‘তুমি কী করো? একটি চরিত্রের জন্য আমার সঙ্গে তোমার দেখা করা উচিত। তারপর আমার মনে হয়েছিল, এই লোকটি এত বেশি নারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে যে, তার মনেও নেই এক বছর আগে সে আমাকে তার অফিসে ডেকেছিল এবং সে আমার সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছিল।”

ছোটপর্দার চেনা মুখ নবীনা বোলে। অনেক প্রতিষ্ঠিত কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। ২০০৭ সালে টিভি সিরিয়ালে ডেবিউ করেন। ‘মিলে জাব হাম তুম’, ‘জিনি আউর জুজু’, ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পান অভিনেত্রী। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *