জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক বছরগুলোতে পতঞ্জলির আয়ুর্বেদিক পণ্যগুলো অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু ভারতে নয়, আন্তর্জাতিকভাবেও এই ব্র্যান্ডটি পরিচিত হয়ে উঠেছে এবং অনেক পণ্য বৈজ্ঞানিক স্বীকৃতি পেয়েছে। ব্যথা উপশম থেকে শুরু করে কিডনির সমস্যা পর্যন্ত—প্রায় সব ধরনের স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় পতঞ্জলি আয়ুর্বেদিক সমাধান দেয়। মানুষ এসব পণ্য ব্যবহার করে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে এবং জানাচ্ছে সেগুলোর কার্যকারিতা সম্পর্কে।
চলুন দেখে নিই, মানুষ পতঞ্জলি পণ্য সম্পর্কে কী বলছে এবং সেগুলো তাদের জীবনে কীভাবে প্রভাব ফেলেছে।
কেন অনেকেরই প্রথম পছন্দ পতঞ্জলি
পতঞ্জলি পণ্য এখন শুধু ভারতে নয়, বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয়। বড় শহর থেকে ছোট গ্রাম পর্যন্ত, সবাই এখন পতঞ্জলির পণ্য চিনতে শুরু করেছে। এই ব্র্যান্ডের লক্ষ্য হলো—প্রাকৃতিক পণ্যকে সবার কাছে পৌঁছে দেওয়া। রাসায়নিক উপাদান নয়, পতঞ্জলি প্রাকৃতিক ও জৈব উপাদান দিয়ে তৈরি পণ্য বাজারে এনে এক স্বাস্থ্যকর বিকল্প তৈরি করেছে। এর মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।
কীভাবে পতঞ্জলির প্রাকৃতিক চিকিৎসা ও পণ্য মানুষের জীবন বদলে দিয়েছে
পতঞ্জলির ভেষজ ও প্রাকৃতিক পণ্য মানুষের জীবনে বড় পরিবর্তন এনেছে। এর মূল কারণ—এই পণ্যগুলোতে রাসায়নিক ব্যবহার না করা। পতঞ্জলির সব রূপচর্চার জিনিস, আয়ুর্বেদিক ওষুধ ও খাবার—সবই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এর ফলে অনেকেই আধুনিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রেহাই পেয়েছে এবং আয়ুর্বেদ আবার মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ডায়াবেটিস, বাতব্যথা, হজমের সমস্যা বা ত্বকের রোগ—এমন নানা রোগে পতঞ্জলির পণ্য উপকার করেছে।
মানুষ কী বলছে পতঞ্জলি পণ্য নিয়ে
একটি রিপোর্ট অনুযায়ী, দিল্লির নীতা শর্মা বলেন, ‘আমি অনেক বছর ধরে অ্যালার্জি ও ত্বকের সমস্যায় ভুগছিলাম। কিন্তু যখন আমি পতঞ্জলির ‘অ্যালোভেরা জেল’ ও ‘দিব্য কান্তি লেপ’ ব্যবহার শুরু করি, তখন আমার ত্বকে উল্লেখযোগ্য উন্নতি দেখি। এখন আমি পুরোপুরি রাসায়নিক-ভিত্তিক পণ্য ছেড়ে পতঞ্জলির পণ্যে চলে এসেছি।’
আর মুম্বাইয়ের একজন ক্রেতা বলেন, ‘পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সাহায্য করেছে।’
[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টেড একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।]
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)