আইসিএসইতে দেশে তৃতীয় শিলিগুড়ির র সেজল আগরওয়াল! মেধাতালিকায় চতুর্থ রাজ্যের ৩ পড়ুয়া.. A student From Siliguri Ranked 3rd ICSE examination this year


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ! আইসিএসইতে (ICSE Result 2025) দেশের মধ্যে তৃতীয় শিলিগুড়ির সেজল আগরওয়াল। মাটিগাড়া সেন্ট জোসেফ হাইস্কুলের ছাত্রী সে। 

আরও পড়ুন:  Digha Jagannath Temple: এটাই বাংলা! জগন্নাথ মন্দির উদ্বোধনের আনন্দে হরিনামের তালে তাল মেলালেন DM শমা পারভীন

শিলিগুড়ির (Siliguri) প্রণামী মন্দির রোডের বাসিন্দা সেজেল। পড়াশোনা তো বটেই, ছবি আঁকতে ভালোবাসে সে।  কমার্স নিয়ে পড়াশোনা করতে চায় সেজল। আইসিএসই-র মেধাতালিকায় জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গের আরও তিনজন। শিলিগুড়ি ডন বসকো স্কুলের কমার্স বিভাগের ছাত্র ধ্রুব আগরওয়াল, সেন্ট জোসেফ ভক্তিনগরের ছাত্রী শ্রেয়া কর্মকার আর কালিম্পংয়ের সেন্ট অগাস্টিনস স্কুলের সায়েন্স বিভাগের ছাত্র তেনজিং সেডুপ ভুটিয়া। তিনজনই সম্ভাব্য চতুর্থ।

কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটিতে পড়াশোনা করতে চায় কালিম্পংয়ের গুম্বাহাট্টার বাসিন্দা তেনজিং। অন্যদিকে, শিলিগুড়ি প্রণামী মন্দির রোড এলাকার বাসিন্দা ধ্রুব দিল্লি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকে পড়াশোনার পাশাপাশি অ্যাকচুয়ারি পরীক্ষা দিতে চায়। ফলপ্রকাশ হতেই খুশির হাওয়া স্কুলগুলোতে।

আরও পড়ুন:  Teacher renounces Islam after Pahalgam Terror Attack: কেউ কেন তার ধর্মের কারণে খুন হবে? ক্ষোভে ইসলাম ত্যাগ করলেন বাদুড়িয়ার শিক্ষক সাবির..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *