নারায়ণ সিংহ রায়: শিলিগুড়িতে (Siliguri) মেয়ের সম্মুখেই বাবাকে খুন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। বিক্রম সরকার নামে এক ব্যাক্তি একজন বাচ্চাকে বেধড়ক মারছিল, সেই বাচ্চাকে বাঁচাতে গিয়েই খুন হতে হল বিদ্যুৎ দাসকে। অভিযোগ, বিক্রমের উপর ছুড়ি নিয়ে চড়াও হয় বিদ্যুৎ। তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাদানিবাজার সংলগ্ন বাড়িভাসা এলাকায়।
আরও পড়ুন, Dilip Ghosh: ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন’, দিঘার জগন্নাথ ধাম ঘুরে প্রশংসায় মুখর দিলীপ…
মৃতের নাম বিদ্যুৎ দাস। মাদানিবাজারে মিষ্টির দোকান রয়েছে। বিকেলে বাড়িতেই ছিলেন তিনি। সেই সময়ই তার বাড়ির সামনে ফাকা মাঠে বিক্রম সরকার এক বাচ্চাকে বেধড়ক মারছিল। সেই বাচ্চাকে বাঁচাতে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায় বিদ্যুৎ। মৃত বিদ্যুৎয়ের মেয়ে পায়েলের অভিযোগ , তার বাবা সেই বাচ্চাকে বাঁচাতে গেলে বিক্রম তার হাতের চাকু বিদ্যুৎয়ের উপর চালিয়ে দেয়। ঘটনাস্থলে ছুটে যায় এলাকাবাসীরা। আহত বিদ্যুৎকে উদ্ধারকরে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এলাকাবাসীরা ক্ষোভ উগ্রে দেন পুলিসের উপর। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিস। অভিযুক্ত বিক্রম সরকার ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও শিলিগুড়ির অন্য একটি এলাকা থেকে পুলিস গ্রেফতার করেছে তাকে। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি এনজেপি থানার পুলিস।
অন্যদিকে মৃতের মেয়ে পায়েল দাস বলেন, “আমার চোখের সামনে বাবাকে খুন হতে হল। দুজনের মধ্যে বচসা বেঁধেছিল। সেটাই আটকাতে গিয়েছিল বাবা। ঐ বিক্রম বাবার উপর ছুড়ি চালিয়ে দেয়। আমরা এর কঠিন শাস্তি চাই।” এলাকবাসী সুধির রায় বলেন, “আমি বিদ্যুৎ দাসকে উদ্ধার করে বাইকে নিয়ে জেলা হাসপাতালের দিকে রওনা হই। কিন্তু মাঝ রাস্তায় পথ রোধ করে দাঁড়ায় বিক্রম। যে কোনওভাবেই যেতে দেবে না। পরে তাকে টোটো করে পাঠানো হয়।” মৃতের কাকিকা মিনতি দাস বলেন, “একটা বাচ্চাকে মারছিল বিক্রম। ও এসে প্রতিবাদ করতেই এই পরিণতি।” ঘটনার তদন্তে পুলিস।
আরও পড়ুন, Kespur Murder: স্ত্রী-সহ গোটা শ্বশুরবাড়িই পুড়িয়ে দিল বর্বর, ৬ জনকে মেরে শেষে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)