জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় শাহরুখ বলেছিলেন যে তিনি কখনই হলিউডে যেতে চান না। তিনি বলিউডেই খুশি। তবে এবার হাওয়া বদলাচ্ছে। খুব শীঘ্রই নাকি মুম্বই ছাড়ছেন শাহরুখ খান (Shahrukh Khan)। তিনিও কি শেষমেশ ঝুঁকছেন বিদেশের প্রতি?
এবার পাকাপাকিভাবে হলিউডে শাহরুখ খান?
বলিপাড়ায় কান পাতলেই এখন জোর গুঞ্জন, মুম্বই ছেড়ে খুব শীঘ্রই বিদেশে উড়ে যাবেন শাহরুখ। তাহলে কী পাকাপাকিভাবে প্রবাসী হচ্ছেন তিনি? আসলে তাঁর কেরিয়ারে আসতে বড়সড় মোড়। সূত্রের খবর অনুযায়ী, ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে নাকি হলিউডে ডেবিউ করবেম কিং খান। সম্প্রতি মার্ভেল স্কুপার এর তরফেও মিলেছে একই রকম ইঙ্গিত।
হলিউডে এন্ট্রি
এক্স হ্যান্ডেলে শাহরুখের একটি ছবি সহযোগে লেখা হয়েছে, ‘গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী একটি প্রোজেক্টের জন্য মার্ভেল স্টুডিওসের সঙ্গে কথাবার্তা চলছে শাহরুখ খানের।’ সঙ্গে এও লেখা হয়েছে, মার্ভেলের আসন্ন ছবি ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ নয়, বরং অন্য একটি ছবিতে দেখা যাবে অভিনেতাকে। এর কারণেই আগামী কয়েকমাস হলিউডে প্রিয়াঙ্কার প্রতিবেশী হতে চলেছেন তিনি।
এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ তারকা অ্যান্থনি ম্যাকি বলেছিলেন, বলিউড থেকে কাউকে অ্যাভেঞ্জার্সে নিতে হলে কোন অভিনেতাকে নেবেন? উত্তরে তিনি বলেছিলেন শাহরুখের নাম। কিং খানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছিলেন, বলিউড থেকে শাহরুখই সেরা অ্যাভেঞ্জার্সের জন্য। হলিউডে যে কিং খানের জনপ্রিয়তা বেশ ভালোই তার প্রমাণ মিলেছে বহুবার। হলিউডে অনেক তারকার কাছে বলিউড মানেই শাহরুখ খান। এবার সেই শাহরুখই টক্কর দেবেন হলিউডের তারকাদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)