বরুণ সেনগুপ্ত: খড়দহের জ্যোতি কলোনির শিক্ষকের রহস্যজনক মৃত্যু! রহস্যমৃত্যু মুর্শিদাবাদের ফরাক্কায়! শিক্ষকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। পরিবারের অভিযোগ খুনের। শিক্ষকের রহস্যমৃত্যুতে বিচার চায় শিক্ষকের পরিবার।
জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম সানু মন্ডল। বয়স মাত্র ২৫ বছর। গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন সানু মন্ডল। পরিবার সূত্রে খবর, সানু মন্ডলকে ফোন করেও ফোনে পাচ্ছিলেন না তাঁর বাবা-মা। মালদা কালিয়াচকে বিদ্যাসাগর বিদ্যপীঠ হাইস্কুলের প্যারা শিক্ষক ছিলেন সানু। পরিবারের দাবি, সানু মন্ডলের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একটা ঝামেলা চলছিল।
আরও পড়ুন, হাড়হিম তপসিয়া! ভাগাড়ের বালতির ঢাকনা খুলতেই, সদ্যোজাতের…বাইকে করে এসে ফেলে যুবক-যুবতী!
আর তার জেরেই স্কুল কর্তৃপক্ষ তাঁকে খুন করেছে বলে অভিযোগ মৃত শিক্ষক সানু মন্ডলের বাবা-মায়ের। এদিন সানু মন্ডলের মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় ফরাক্কা ব্রিজের ধারে। সানু মন্ডল কে বা কারা খুন করল? তা নিয়ে ধোঁয়াশা। দোষীদের অবিলম্বে খুঁজে বের করে তাদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত সানু মন্ডলের পরিবার।
আরও পড়ুন, ১৫ অগাস্ট নয়, বাংলার এখানে আজ স্বাধীনতা দিবস পালিত হচ্ছে! এই জায়গাটাই আলাদা… উঠল দাবি…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)