৮০০-র মধ্যে ৭৮০! টোটোচালকের মেয়েই হাই মাদ্রাসায় রাজ্যে যুগ্মভাবে প্রথম! আনন্দে আত্মহারা…। sahid parvin daughter of toto driver stood first in High Madrasa West Bengal Board of Madrasah Result 2025 WBBME Madhyamik Result 2025 Madhyamik Alim Fazil Result 2025


রণজয় সিংহ: বাবা পেশায় টোটোচালক। তাঁর মেয়ে রাজ্যে হাই মাদ্রাসা (High Madrasa) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। নাম সাহিদা পারভিন। মালদার চাঁচোল (Chanchal Malda district) থানার বটতলা আদর্শ মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল সে। তার সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে ফাহামিদা ইয়াসমিন। তার বাড়ি মালদার সামসি হাসপাতাল মোড়ে। সে ভগবানপুর হাই মাদ্রাসা থেকে এ বছর পরীক্ষা দিয়েছিল। এই দুই ছাত্রীই পরীক্ষায় ৮০০-র মধ্যে ৭৮০ নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করে।

আরও পড়ুন: Madhyamik Result 2025: অবিশ্বাস্য সাফল্য! মাধ্যমিকে ৯৩ শতাংশ! পরীক্ষার দিন বাড়িতে শ্রাদ্ধ, বাবা সারাদিন খোলা আকাশের নীচে বসে-বসে…

আরও পড়ুন: Bank Holidays in May: এ মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকছে ব্যাংক? কাজ হবে কী করে? জেনে নিন, কবে-কবে ছুটি, কবে খোলা…

এই খবর জানতে পেরে দুই মেয়ের দুটি পরিবারই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। সাহিদা বাংলায় ৯৯, ইংরেজিতে ৯৬, অংকে ৯৯, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৬, ইতিহাসে ৯৫, ভূগোলে ৯৬ এবং ইসলাম পরিচয়ে ৯৯ নম্বর পেয়েছে। কিন্তু তবুও দুশ্চিন্তা সাহিদা পারভিনের মনে।

সামান্য টোটোচালক 

কেন? কারণ, সাহিদার বাড়ি মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো গাম পঞ্চায়েতের ছোটো বটতলা গ্রামে। বাবা সামসুদ্দোহা সামান্য এক টোটোচালক। মা সায়েমা বিবি সাধারণ গৃহবধূ। অথচ, সাহিদার স্বপ্ন চিকিৎসক হবে সে। কিন্তু বাড়ির আর্থিক পরিস্থিতির জন্য তার সেই স্বপ্ন সফল হবে কি না, মনে রয়েছে তার সেই আতঙ্ক। সাহিদা জানায়, বটতলা আদর্শ মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল বটে। কিন্তু ছোটো থেকেই সে পড়াশোনা করেছে ভাদো এলাকার এক আবাসিক গার্লস মিশনে। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে। তাই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থার কারণে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে। সে চায় সরকার তার পাশে এসে দাঁড়াক। পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিক। 

যুগ্মভাবে প্রথম ফাহমিদা

অন্য দিকে, সাহিদার সাথে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে ফাহমিদা। সে জানায়, তার এই কৃতিত্বের পেছনে তার পরিবার-সহ রয়েছেন তার শিক্ষক-শিক্ষিকারা। তাঁর সাফল্যের পিছনে তাঁদের প্রচুর অবদান। সে-ও চায় ডাক্তার হতে। 

ফেরিওয়ালার মেয়ে আলিফনুর খাতুন

প্রসঙ্গত, এ বছরের রাজ্য হাই মাদ্রাসা পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে মোথাবাড়ি থানার বাহাদুরপুর এলাকার এক ফেরিওয়ালার মেয়ে আলিফনুর খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৭২ । ২০২৪ ২৫ শিক্ষাবর্ষের মোহাম্মদীয়া হাই মাদ্রাসার ছাত্রী আলিফনুর খাতুনের এই রেজাল্টে তার স্কুল তথা তার এলাকার সকলের মনে আনন্দের সুর। আলিফনুর ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী। পড়াশোনার পাশাপাশি অন্য কোন বিষয়ে সেরকম আগ্রহ তার কোনও দিনই ছিল না। তার প্রিয় বিষয় ছিল ইতিহাস। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, সে বড় হয়ে চিকিৎসক হবে। তবে তারও চিন্তা, তাদের আর্থিক পরিস্থিতি। উল্লেখ্য, এই বছরে হাই মাদ্রাসা রেজাল্টে মালদার জয়জয়কার। মেধা তালিকায় ১৫ জনের মধ্যে ১২ জনই মালদা জেলার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *