জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রবিবার, রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স (KKR vs RR, IPL 2025)। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) এদিন ট্র্যাজিক নায়ক হয়ে থাকলেন।
কলকাতার রান তাড়া করতে নেমে ৮ ওভারের ভিতর ৭১ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল রাজস্থান। রীতিমতো ধুঁকছিল তারা। মনে করা হচ্ছিল যে কেকেআর জয় সময়ের অপেক্ষা শুধু। কিন্তু না, চারে নামা অধিনায়ক রিয়ান পরাগ আলাদা পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন।
আরও পড়ুন: ইডেনে রুদ্ধশ্বাস এনকাউন্টার; রাজস্থানকে ১ রানে হারাল কলকাতা, প্লে-অফে নতুন মোড়?
হাফ ডজন চার ও আট ছক্কায় তিনি ৪৫ বলে ৯৫ রান করেন। আইপিএল কেরিয়ারের এটাই তাঁর সর্বাধিক স্কোর। রিয়ানই রাজস্থানকে লড়াইয়ে জিইয়ে রেখেছিলেন। আর এদিন ১৮ নম্বরে ওভারে আউট হওয়ার আগে ১৩ নম্বর ওভারে পরপর পাঁচবলে ৫ ছক্কা হাঁকান। এরপর বরুণ চক্রবর্তীকে পরের ওভারে ছয় মেরে স্বাগত জানিয়ে ছিলেন অসমীয়া ক্রিকেটার। দেখতে গেলে রিয়ান ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন।
রিয়ান এদিন ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়া ও রিঙ্কু সিংয়ের ক্লাবে চলে এলেন। যাঁরা আইপিএলের এক ওভারের পরপর পাঁচ ছক্কা হাঁকিয়েছেন। তবে আইপিএলের ইতিহাসে কোনও ক্রিকেটার আজ পর্যন্ত এক ওভারে ছয় ছক্কা হাঁকাতে পারেননি।
আইপিএলের এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়েছেন যাঁরা
ক্রিস গেইল বনাম রাহুল শর্মা, ২০১২
রাহুল তেওয়াটিয়া বনাম এস কোটেরেল, ২০২০
রবীন্দ্র জাদেজা বনাম হর্ষল প্যাটেল, ২০২১
রিংকু সিং বনাম যশ দয়াল, ২০২৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ বলেই ছক্কা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য তিন ব্যাটার পরপর ছয় বলে ৬টি ছক্কা মেরেছেন। নেপালের দীপেন্দ্র সিং আইরি, ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড এবং ভারতের যুবরাজ সিং এই বিরল নজির গড়েছেন। নেপালের দীপেন্দ্র দু’বার এই নজির গড়েছেন। কাতার এবং মঙ্গোলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছেন। পোলার্ড ২০২১ সালে তাঁর কেরিয়ারের শেষের দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় এই কীর্তি গড়েছিলেন এবং যুবরাজ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে উড়িয়ে ছিলেন এভাবে।
আরও পড়ুন: আজও খেলেননি দেশের জার্সিতে, প্রীতির দলের যুবকের আইপিএল ইতিহাস! অভাবনীয় বললেও কম…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)